logo

Tomar Chokher Anginay

logo
avatar
Fahadlogo
꧁༒ℜ؏αᏞᏦιηGs༒꧂🎀ᗬᎫ🎼logo
الغناء في التطبيق
الكلمات
তোমারও চোখের আঙ্গিনায়

এখনও কি তেমনি করে জোছনা ছড়ায় আলো

এখনও কি তারার পানে চেয়ে থাক আনমনে

তুমি কি আমায় আগের মত বাসো ভালো

তুমি কি আমায় আগের মত বাসো ভালো

এখনও কি আকাশে মেঘ দেখে

জানালা খুলে তেমনি থাক বসে

এখনও কি প্রথম প্রেমের মতো

পরশ বুলায় বৃষ্টি ধারা এসে

তোমার দীঘল চুলে এখনও কি ছবি আঁকে

মেঘের যত কালো

তুমি কি আমায় আগের মত বাসো ভাল

তুমি কি আমায় আগের মত বাসো ভাল

এখনও কি পুরনো চিঠি পড়ে

নয়ন ভেজাও নিরব অভিমানে

এখনও কি বিকেলের রোদ এসে

গল্প বলে তোমার কানে কানে

সন্ধ্যা নেমে এলে এখনও কি তেমনি করে

সাঁঝের প্রদীপ জ্বালো

তুমি কি আমায় আগের মত বাসো ভালো

তুমি কি আমায় আগের মত বাসো ভালো

তোমারও চোখের আঙ্গিনায়

এখনও কি তেমনি করে জোছনা ছড়ায় আলো

এখনও কি তারার পানে চেয়ে থাক আনমনে

তুমি কি আমায় আগের মত বাসো ভালো

তুমি কি আমায় আগের মত বাসো ভালো

তুমি কি আমায় আগের মত বাসো ভালো

তুমি কি আমায় আগের মত বাসো ভালো

Tomar Chokher Anginay لـ Fahad - الكلمات والمقاطع