huatong
huatong
الكلمات
التسجيلات
জাত গেল জাত গেল বলে

একি আজব কারখানা

সত্য কাজে কেউ নয় রাজি

সবই দেখি তা না না না...

আসবার কালে কি জাত ছিলে

এসে তুমি কি জাত নিলে

কি জাত হবে যাবার কালে

সে কথা ভেবে বলো না...

ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি

একি জলেই সব হয় গো সুচি

দেখে শুনে হয় না রুচি

যমে তো কাউকে ছাড়বে না...

গোপনে যে বেশ্যার ভাত খায়

তাতে ধর্মের কি ক্ষতি হয়

লালন বলে জাত কারে কয়

সে ঘোরও তো গেল না...

জাত গেল জাত গেল বলে

একি আজব কারখানা...

المزيد من Fakir Lalon Shah/Kalika Prasad Bhattacharya

عرض الجميعlogo

قد يعجبك