huatong
huatong
avatar

৩৬ বাই পাঁচ শতিস চন্দ্র নেল

Foysalhuatong
𒆜SWEET_FOYSAL𒆜FFSC🇧🇩huatong
الكلمات
التسجيلات
গানঃ- ৩৬ বাই পাঁচ শতিস চন্দ্র নেল

শিল্পিঃ- মনির খাঁন

✍️Upload By ✍️

Sweet_Foysal_FFSC

FROM 🥇FFSC🥇 GROUP

=========18==========

৩৬ বাই পাঁচ,সতীশ চন্দ্র লেন,

পরিচিত জন যারা,তারা হয়তো চিনবেন,

মীর সাহেবের বাড়ি বলেই,এলাকার লোক ডাকতো,

ব্রিটিশ আমলে তৈরি বাড়িতে,মীর পরিবার থাকতো,

কলেজ যাবার পথেই আমি,দেখতাম শুধু চেয়ে,

হঠাৎ দেখি ঐ বাড়িতে পরির মত মেয়ে,

মেয়েটার নাম অঞ্জনা বলে কে যেন দিলো ডাক,

সেই সূচনা,হায় অঞ্জনা,,সেই অঞ্জনা,,,,

মনের মাটিকে জালিয়ে পুড়িয়ে,জীবন করেছে খাক

তবু অঞ্জনা,তবু অঞ্জনারা সুখে থাক সুখে থাক।

তবু অঞ্জনা,তবু অঞ্জনারা সুখে থাক সুখে থাক।

====================

✍️Upload By ✍️

Sweet_Foysal_FFSC

FROM 🥇FFSC🥇 GROUP

========0138==========

কলেজের ফাংশনে,মুগ্ধ আমার গানে,

ভক্ত এসেছে ফুল দিতে,দোলা লেগেছে প্রাণে

===

কলেজের ফাংশনে,মুগ্ধ আমার গানে,

ভক্ত এসেছে ফুল দিতে,দোলা লেগেছে প্রাণে

ভক্তের দিকে চেয়ে দেখেই,আমি যে হতবাক,

সেই সূচনা হায় অঞ্জনা,,সেই অঞ্জনা,,,,

মনের মাটিকে জালিয়ে পুড়িয়েজীবন করেছে খাক,

তবু অঞ্জনা,তবু অঞ্জনারা সুখে থাক সুখে থাক,

তবু অঞ্জনা,তবু অঞ্জনারা সুখে থাক সুখে থাক

====================

✍️Upload By ✍️

Sweet_Foysal_FFSC

FROM 🥇FFSC🥇 GROUP

========0250=========

রেখেছি নাম টুকে,সেই থেকে বাম বুকে,

স্বপ্ন দেখেছি এই আমি,কাটাবো দিন সুখে

=====

রেখেছি নাম টুকে,,সেই থেকে বাম বুকে,

স্বপ্ন দেখেছি এই আমি,কাটাবো দিন সুখে

স্বপ্ন আশা মোরে গেছে,আমি তাই নির্বান,,

সেই সূচনা,হায় অঞ্জনা,সেই অঞ্জনা,,

মনের মাটিকে জালিয়ে পুড়িয়ে,জীবন করেছে খাক,

তবু অঞ্জনা,তবু অঞ্জনারা সুখে থাক সুখে থাক,

তবু অঞ্জনা,তবু অঞ্জনারা সুখে থাক সুখে থাক,

৩৬ বাই পাঁচ সতীশ চন্দ্র লেন,

পরিচিত জন যারা,তারা হয়তো চিনবেন,

মীর সাহেবের বাড়ি বলে,এলাকার লোক ডাকতো,

ব্রিটিশ আমলে তৈরি বাড়িতে,মীর পরিবার থাকতো,

কলেজ যাবার পথেই আমি,দেখতাম শুধু চেয়ে,

হঠাৎ দেখি ঐ বাড়িতে পরির মত মেয়ে,

মেয়েটার নাম অঞ্জনা বলে,কে যেন দিলো ডাক,

সেই সূচনা,হায় অঞ্জনা,সেই অঞ্জনা,,,,

মনের মাটিকে জালিয়ে পুড়িয়ে,জীবন করেছে খাক,

তবু অঞ্জনা,তবু অঞ্জনারা সুখে থাক সুখে থাক।

তবু অঞ্জনা,তবু অঞ্জনারা সুখে থাক সুখে থাক

المزيد من Foysal

عرض الجميعlogo

قد يعجبك