huatong
huatong
avatar

Nitol Paye(নিটোল পায়ে)

Fuad/Shanto/Johanhuatong
Rana🎤🎸E_R_S🎸huatong
الكلمات
التسجيلات
নিটোল পায়ে

Singer: Fuad,Shanto and Johan

মন ভাবে তারে,

এই মেঘলা দিনে

শীতল কুয়াশাতে

তার স্পর্শে

মন ভাবে তারে,

এই মেঘলা দিনে

শীতল কুয়াশাতে,

তার স্পর্শে

তার রিনঝিন নুপুরের সাজে,

বাতাসে যেন মৃদু সুবাসে

নিটোল পায়ে রিনিক-ঝিনিক

পায়েলখানি বাজে...

মাদল বাজে, সেই সংকেতে

শ্যামা মেয়ে নাচে...

নিটোল পায়ে রিনিক-ঝিনিক

পায়েলখানি বাজে...

মাদল বাজে, সেই সংকেতে

শ্যামা মেয়ে নাচে...

চাঁদের অধরে যেন,

তোমার হাসির মাঝে,

সোনালী আবেশে তবে, সাগর ধারে

হৃদয়ের মাঝে কবে,

বেধে ছিলে বাঁধন

ভালোবাসা তবে কেন

মনের ওগোচরে

(তুমি কি আমার বন্ধু,

আজও কেন বো ঝ নি ।

তুমি কি আমার বন্ধু,

কেন ভালোবাসনি ।)

তুমি কি আমার বন্ধু,

আজও কেন বো ঝ নি

তুমি কি আমার বন্ধু,

কেন ভালোবাসনি

মন ভাবে তারে,

এই মেঘলা দিনে

শীতল কুয়াশাতে,

তার স্পর্শে

মন ভাবে তারে,

এই মেঘলা দিনে

শীতল কুয়াশাতে,

তার স্পর্শে

তার রিনঝিন নুপুরের সাজে,

বাতাসে যেন মৃদু সুবাসে

নিটোল পায়ে রিনিক-ঝিনিক

পায়েলখানি বাজে

মাদল বাজে, সেই সংকেতে

শ্যামা মেয়ে নাচে

নিটোল পায়ে রিনিক-ঝিনিক

পায়েলখানি বাজে...

মাদল বাজে, সেই সংকেতে

শ্যামা মেয়ে নাচে...

নিটোল পায়ে রিনিক-ঝিনিক

পায়েলখানি বাজে

মাদল বাজে, সেই সংকেতে

শ্যামা মেয়ে নাচে

নিটোল পায়ে রিনিক-ঝিনিক

পায়েলখানি বাজে...

মাদল বাজে, সেই সংকেতে

শ্যামা মেয়ে নাচে.

المزيد من Fuad/Shanto/Johan

عرض الجميعlogo

قد يعجبك