huatong
huatong
avatar

Ektai Amar Tumi

Fuadhuatong
nisah2hothuatong
الكلمات
التسجيلات
একটাই আমার তুমি কেন বোঝনা

তুমি আমার হৃদয়ের প্রাণপ্রতিমা

একটাই আমি যে তোমার চেয়ে দেখনা

আমি তোমার রোদেলা দিনে শান্ত ছায়া

এ মন মন্দিরে তুমি আমার প্রার্থনা

এ বদ্ধ ঘরে তুমি দখিনা হাওয়া

একটাই আমার তুমি কেন বোঝনা

তুমি আমার জীবনের প্রাণপ্রতিমা

প্রতি রাত ভাবি বলবো তোমায়, বলা হয়না

কে কখন কিভাবে কার দোষে কেউ জানেনা

চল সব দ্বিধা ভুলে খুলি মনের জানালা

একটাই আমার তুমি কেন বোঝনা

তুমি আমার হৃদয়ের প্রাণপ্রতিমা

দিন চলে যায় সুখের আশায়, সেতো আসে না

আসবে কেমনে যদি বন্দী করে

রাখো তারে, কেনো বোঝো না

চল সব দ্বিধা ভুলে খুলি মনের জানালা।

একটাই আমার তুমি কেন বোঝনা

তুমি আমার হৃদয়ের প্রাণপ্রতিমা

একটাই আমি যে তোমার চেয়ে দেখনা

আমি তোমার রোদেলা দিনে শান্ত ছায়া।

এ মন মন্দিরে তুমি আমার প্রার্থনা

এ বদ্ধ ঘরে তুমি দখিনা হাওয়া।

একটাই আমার তুমি কেন বোঝনা

তুমি আমার জীবনের প্রাণপ্রতিমা

...............

المزيد من Fuad

عرض الجميعlogo

قد يعجبك