huatong
huatong
gogon-sakib--cover-image

বেঈমান মাইয়া

Gogon Sakibhuatong
Rainbow8684huatong
الكلمات
التسجيلات
যত্ন করে রাখিস স্মৃতি

পিঞ্জিরাতে রাখিস বাঁধি

এই আমি আজ যাচ্ছি চলে

ফিরবো না তোর মনের কোণে

যত্ন করে রাখিস স্মৃতি

পিঞ্জিরাতে রাখিস বাঁধি

এই আমি আজ যাচ্ছি চলে

ফিরবো না তোর মনের কোণে

ও বেইমান বেইমান বেইমান রে

ও মাইয়া তুই বড় বেইমান রে

সিম কার্ডের ওই অফিস জানে

কত কান্না জমা অটো রেকর্ডে

মোবাইল টাও আজ ভোবা বুনেছে

তুই ছাড়া সেও হাই কথা বুলেছে

সিম কার্ডের ওই অফিস জানে

কত কান্না জমা অটো রেকর্ডে

মোবাইল টাও আজ ভোবা বুনেছে

তুই ছাড়া সেও হাই কথা বুলেছে

ও বেইমান বেইমান বেইমান রে

ও মাইয়া তুই বড় বেইমান রে

প্রেমিকা টা হারিয়ে গেছে হারিয়ে

ছেলেটা তাই আজ ভাল নাই রে

বহুদুরে আনমনে ভাবছে সে খুব

চিরতরে আদরে পারবে সে ঘুম

প্রেমিকা টা হারিয়ে গেছে হারিয়ে

ছেলেটা তাই আজ ভাল নাই রে

বহুদুরে আনমনে ভাবছে সে খুব

চিরতরে আদরে পারবে সে ঘুম

ও বেইমান বেইমান বেইমান রে

ও মাইয়া তুই বড় বেইমান রে.

المزيد من Gogon Sakib

عرض الجميعlogo

قد يعجبك