শিরোনাম:-খেলারাম খেলে যা।
শিল্পী:-গুরু জেমস।
⫸=====Rifat=====⫷
কতগুলো স্বপ্ন,
কতগুলো দুঃস্বপ্ন,
এইতো জীবন,
হুমহুম যাচ্ছে বেশ,
জীবনের মাঠে,
সুখ-দুঃখের খেলা,
চলছে জোরেশোরে,
জমেছে জমেছে জীবনের খেলা,,
খেলারাম যার খেলে যা,
জীবনের বাঁশি বাজিয়ে যা,
সকাল সন্ধ্যা দিনে রাতে,
তালে তালে তালে তাল মিলিয়ে যা রে,
খেলারাম যার খেলে যা,
জীবনের বাঁশি বাজিয়ে যা,
সকাল সন্ধ্যা দিনে রাতে,
তালে তালে তালে তাল মিলিয়ে যা রে,
খে~লারাম খেলে যা রে,,,
This Track Arranged By
⫸L.R.B:-Rifat.⫷
রঙ্গমেলা চলে রঙ্গলীলা,
মুখোশের আড়ালে,
হুমহুম সব অভিনয়,
এসেছো একেলা যাবে একেলা,
তুমি আমি আমি তুমি কেউ কারো নয়,,
খেলারাম যার খেলে যা,
জীবনের বাঁশি বাজিয়ে যা,
সকাল সন্ধ্যা দিনে রাতে,
তালে তালে তালে তাল মিলিয়ে যা রে,
খেলারাম যার খেলে যা,
জীবনের বাঁশি বাজিয়ে যা,
সকাল সন্ধ্যা দিনে রাতে,
তালে তালে তালে তাল মিলিয়ে যা রে,
খে~লারাম খেলে যা,,,
This Track Arranged By
⫸L.R.B:-Rifat.⫷
দুনিয়া,সে তো দুনিয়া নয়,
সে যে আজব এক কারখানা,
আসল,নকল,নাই কোন ভেদাভেদ,
চলছে সবই, চলছে তালবাহানা,
খেলারাম যার খেলে যা,
জীবনের বাঁশি বাজিয়ে যা,
সকাল সন্ধ্যা দিনে রাতে,
তালে তালে তালে তাল মিলিয়ে যা রে,
খেলারাম যার খেলে যা,
জীবনের বাঁশি বাজিয়ে যা,
সকাল সন্ধ্যা দিনে রাতে
তালে তালে তালে তাল মিলিয়ে যা রে,
খেলারাম যার খেলে যা,
জীবনের বাঁশি বাজিয়ে যা,
সকাল সন্ধ্যা দিনে রাতে,
তালে তালে তালে তাল মিলিয়ে যা রে,
খেলারাম যার খেলে যা রে যারে যা,
⫸=ধন্যবাদ=⫷