huatong
huatong
avatar

এ জীবন তো আর কিছু নয় সাবিনা ইয়াসমিন

Hafiz Uddinhuatong
❤⃝🕊HAFIZ-UDIN2❤⃝🕊𝐂🎻Shuatong
الكلمات
التسجيلات
কথাঃ মাসুদ করিম

সুরঃ আলাউদ্দিন আলী

মেঃ এ জীবন তো আর কিছু নয়

তোমার আমার কাহিনী

এ ভূবন ভরিয়ে রাখে...

ভালোবাসার রাগিনী

এই সুখের শ্রাবণ ঝরা দিন

স্মৃতি হয়ে রবে চিরদিন..

এ জীবন তো আর কিছু নয়

তোমার আমার কাহিনী।

⃝?চেনা ? সুর ⃝?

?Uploded by?

⃝?HAFIZ-UDDIN ⃝?

মেঃ দিনের শেষে যে রাত আছে

দুঃখের শেষেও সুখ আছে

কখনো পেয়ে হারাতে হয়

কখনো হারিয়ে পেতে হয়

এই আসা যাওয়ার মাঝেও

চোখে স্বপ্ন থাকে চিরদিন....

এ জীবন তো আর কিছু নয়

তোমার আমার কাহিনী।

⃝?চেনা ? সুর ⃝?

?Uploded by?

⃝?HAFIZ-UDDIN ⃝?

ছেঃ জীবনের পথ বড়ো উঁচুনিচু

চলতে গেলেই ব্যথা পাবেই কিছু

মেঃ কালো মেঘে ঝড় আসে যেমন

ঝড়ের শেষে রোদ হাসে তেমন

উভয়েঃ এই কান্না হাসির মাঝেও

ভালোবাসা থাকে চিরদিন--

ছেঃ এ জীবন তো আর কিছু নয়

তোমার আমার কাহিনী...

মেঃ এ ভূবন ভরিয়ে রাখে...

ভালোবাসার রাগিনী

উভয়েঃ এই সুখের শ্রাবণ ঝরা দিন

স্মৃতি হয়ে রবে চিরদিন...

এ জীবন তো আর কিছু নয়

তোমার আমার কাহিনী

লা লা লা লা লা লা লা লা লা লা

মেয়ের উপরেই ছেলে হুম হুম হুম হুম হুম গাইবেন

المزيد من Hafiz Uddin

عرض الجميعlogo

قد يعجبك

এ জীবন তো আর কিছু নয় সাবিনা ইয়াসমিন لـ Hafiz Uddin - الكلمات والمقاطع