huatong
huatong
avatar

O Kheyali Meyego

Hasan arkhuatong
🍁RANA_dhaka🀄️🅸🅲🅾︎🅽🀄️huatong
الكلمات
التسجيلات
ও খেয়ালি মেয়ে গো

কোন খেয়ালে হারালে

বলোনা কোথায়, কোন ঠিকানায়

কী ছিলো জানিনাকো অভিমান

কোন নীল বেদনায়

তোমাকে আজ বারে বারে

খুব বেশি মনে পড়ে

ভুলিনি তোমায়

যত ব্যথা দাও না কেনো

তবু তুমি আছো জেনো

আমার এ হৃদয়ে

ও বিবাগী মেয়ে গো

মন দেয়াতে নেয়াতে

বলোনা আমার ভুল ছিলো কী

দূর থেকে বহুদূরে হারালে

একবারও না তুমি দাঁড়ালে

তোমাকে আজ বারে বারে

খুব বেশি মনে পড়ে

ভুলিনি তোমায়

যত ব্যথা দাও না কেনো

তবু তুমি আছো জেনো

আমার এ হৃদয়ে

অন্তবিহীন পথ আমি হাঁটবো যে একা

কোনোদিন ভাবিনি তো এভাবে

সবই মেনেছি সবই দেখেছি

তোমাকে আজ বারে বারে

খুব বেশি মনে পড়ে

ভুলিনি তোমায়

যত ব্যথা দাও না কেনো

তবু তুমি আছো জেনো

আমার এ হৃদয়ে

বলোনা আমার ভুল ছিলো কী

দূর থেকে বহুদূরে হারালে

একবারও না তুমি দাঁড়ালে

তোমাকে আজ বারে বারে

খুব বেশি মনে পড়ে

ভুলিনি তোমায়

যত ব্যথা দাও না কেনো

তবু তুমি আছো জেনো

আমার এ হৃদয়ে

المزيد من Hasan ark

عرض الجميعlogo

قد يعجبك