huatong
huatong
helal-amar-mon-mojaiya-re-cover-image

Amar Mon Mojaiya Re

Helalhuatong
ursanne1huatong
الكلمات
التسجيلات
আমার মন মজাইয়া রে

দিন মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও

আমার মন মজাইয়া রে

দিন মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও

মুর্শিদ নিজের দেশে যাও

ও মুর্শিদ ও

একই আমার ভাঙ্গা ঘর

তার উপরে লরে চর

কখন জানি সেই ঘর ভাইঙ্গা পরেরে

আবার নেওয়ারিরে কাচা বাশের বেড়ারে

আবার নেওয়ারিরে কাচা বাশের বেড়ারে

বাজার লুটিয়া নিল চুরিরে

আমার মন মজাইয়া রে

দিন মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও

ও মুর্শিদ ও

একে আমার ভাঙ্গা নাও

তার উপরে তুফান বাও

পলকে পলকে উঠে পানিরে

কইয়্যো দয়ালের ঠায় এই তরীর ভরসা নাই

কইয়্যো দয়ালের ঠায় এই তরীর ভরসা নাই

লাহোর দরিয়া দিতে পাড়িরে

আমার মন মজাইয়া রে

দিন মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও

মুর্শিদ নিজের দেশে যাও

আমার মন মজাইয়ারে

দিন মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও

আমার মন মজাইয়া রে

দিন মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও

المزيد من Helal

عرض الجميعlogo

قد يعجبك