huatong
huatong
hridoy-khan-jani-ekdin-chole-jabo-cover-image

Jani Ekdin Chole Jabo

Hridoy Khanhuatong
hilarylouisehuatong
الكلمات
التسجيلات
জানি একদিন আমি চলে যাব সবই ছেড়ে

যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে... ও..

জানি একদিন আমি চলে যাব সবই ছেড়ে

যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে...

ফিরব না কোনদিন এই পৃথিবীতে

কোন কিছুর বিনিময়ে এই পৃথিবীতে

একদিন চলে যাব...

জানি একদিন আমি চলে যাব সবই ছেড়ে

যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে...ও...

জানি একদিন ভুলে যাবে সবাই

আমায় আমার স্মৃতি মুছে যাবে ধরাই

ও..জানি একদিন এক মুহূর্ত

আরও মনে পড়বে না আমার কথা

ফিরব না কোনদিন এই পৃথিবীতে

কোন কিছুর বিনিময়ে এই পৃথিবীতে

একদিন চলে যাব...

জানি একদিন আমি চলে যাব সবই ছেড়ে

যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে...ও

জানি একদিন দূর থেকে

দেখব সবার এই ভুলে যাওয়া

ওজানি একদিন চোখ থেকে

পড়বে শুধু অশ্রুই ধারা

ফিরব না কোনদিন এই পৃথিবীতে

কোন কিছুর বিনিময়ে এই পৃথিবীতে

একদিন চলে যাব...

জানি একদিন আমি চলে যাব সবই ছেড়ে

যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে...

ফিরব না কোনদিন এই পৃথিবীতে

কোন কিছুর বিনিময়ে এই পৃথিবীতে

একদিন চলে যাব...

জানি একদিন আমি চলে যাব সবই ছেড়ে

যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে...ও....

المزيد من Hridoy Khan

عرض الجميعlogo

قد يعجبك