logo

ও হে শ্যাম O Hey Shyam

logo
avatar
Imran/Konalogo
TAPOS-Majumder🅰♏🅱🇧🇩logo
الغناء في التطبيق
الكلمات
Tapos Majumder

ও হে শ্যাম

তোমারে আমি নয়নে নয়নে রাখিবো

অন্য কেউরে না আমি চাইতে দিবো।

ও হে শ্যাম

তোমারে আমি নয়নে নয়নে রাখিবো

অন্য কেউরে না আমি চাইতে দিবো।

M..বাগিচার ফুল তুমি

দুলিয়ায় নাচি আমি

মালা গেঁথে গলায় পড়িবো

অন্য কেউরে না আমি চাইতে দিবো

F..ও হে শ্যাম…!

Tapos Majumder

M..বুকের মাঝে লুকাইয়া

রাখে মুক্তা ঝিনুক

এই বুকে লুকানো তুমি

জগতের লোক জানুক।

?_?_?_?_?_?_?

F.হো… বুকের মাঝে লুকাইয়া

রাখে মুক্তা ঝিনুক

এই বুকে লুকানো তুমি

জগতের লোক জানুক।

M..আকাশেরও চাঁদ তুমি

ধরিয়া আইনাছি আমি।

সারা অঙ্গেতে মাখিবো

অন্য কেউরে না আমি চাইতে দিবো।

F.ও হে শ্যাম

তোমারে আমি নয়নে নয়নে রাখিবো

অন্য কেউরে না আমি চাইতে দিবো।

ও হে শ্যাম…!

Tapos Majumder

F..সুভাসও মিশিয়া থাকে

পাঁপড়ির ভাজে ভাজে

তেমন তুমি আছো মিশে

আমার দেহের মাঝে।

M..ও.সুভাসও মিশিয়া থাকে

পাঁপড়ির ভাজে ভাজে

তেমন তুমি আছো মিশে

আমার দেহের মাঝে।

F.সাত রাজার ধন তুমি

খুঁজিয়া পাইয়াছি আমি

মনের মনি কোঠায় রাখিবো

অন্য কেউরে না আমি চাইতে দিবো।

m..ও হে শ্যাম

তোমারে আমি নয়নে নয়নে রাখিবো

অন্য কেউরে না আমি চাইতে দিবো।

F.ও হে শ্যাম…

তোমারে আমি নয়নে নয়নে রাখিবো

অন্য কেউরে না আমি চাইতে দিবো

ও হে শ্যাম

Tapos Majumder

ও হে শ্যাম O Hey Shyam لـ Imran/Kona - الكلمات والمقاطع