huatong
huatong
avatar

আমার কাছে তুমি অন্যরকম

Imran Mahmudulhuatong
n_vicky_18huatong
الكلمات
التسجيلات
বোঝাতে পারিনা তোমায় আমি,

কতটা ভালোবাসি।

বোঝাতে পারিনা তোমায় আমি,

কতটা ভালোবাসি।

তুমি আমার অবুজ আদরে,

গল্পে সাজানো বায়না।

আমি জানি তুমিও জানো

এ মায়া আর কেউ বোঝেনা।

আমার কাছে তুমি অন্যরকম

ভালোবাসি বেশি

প্রকাশ করি কম।

আমার কাছে তুমি অন্যরকম

ভালোবাসি বেশি

প্রকাশ করি কম।

তোমার হাসি খুশি তে সাজাই,

আনমনে ইচ্ছে মতো।

তুমি ছাড়া বোঝেনা কিছুই

মন আমার সেতো।

তুমি আমার অবুজ আদরে

গল্পে সাজানো বায়না।

আমি জানি তুমিও জানো

এ মায়া আর কেউ বোঝেনা।

আমার কাছে তুমি অন্যরকম

ভালোবাসি বেশি

প্রকাশ করি কম।

আমার কাছে তুমি অন্যরকম

ভালোবাসি বেশি

প্রকাশ করি কম।

কোনো কিছুই লাগে না ভালো,

এমন তোমার মতো।

আমি ছাড়া বাসবে কে আর

তোমায় এতো ভালো।

তুমি আমার অবুজ আদরে

গল্পে সাজানো বায়না।

আমি জানি তুমিও জানো

এ মায়া আর কেউ বোঝেনা।

আমার কাছে তুমি অন্যরকম

ভালোবাসি বেশি

প্রকাশ করি কম।

আমার কাছে তুমি অন্যরকম

ভালোবাসি বেশি

প্রকাশ করি কম।

সমাপ্ত

المزيد من Imran Mahmudul

عرض الجميعlogo

قد يعجبك