huatong
huatong
avatar

তুমি পাশে থাকলে চোখে চোখ রাখলে

Imran Mahmudulhuatong
pleedsushuatong
الكلمات
التسجيلات
গান, তুমি পাশে থাকলে

শিল্পী, এন্ডুকিশোর, কনকচাপা

ছবি, তুমি স্বপ্ন তুমি সাধনা

প্রথম পার্ট ছেলে দ্বিতীয় পার্ট মেয়ে

তুমি পাশে থাকলে

চোখে চোখ রাখলে

তুমি পাশে থাকলেচোখে চোখরাখলে

এই বুকে খুঁজে পাই় প্রাণটা

তুমি আমার জানের জানটা

তুমি আমার জানের জানটা

তুমি পাশে থাকলে

চোখে চোখ রাখলে

এই বুকে খুঁজে পাই় প্রাণটা

তুমি আমার জানের জানটা

তুমি আমার জানের জানটা

ভালো লাগলে গানটিতে অবশ্যই

লাইক দিয়ে আমার সঙ্গেই থাকবেন

ফুলে আছে গন্ধ টা ছড়িয়ে যেমন

অন্তরে আছো তুমি জড়িয়ে তে মন

তুমি ছাড়া এ জীবনে বল আছে কি

দেহ থেকে প্রাণ গেলে কেউ বাঁচে কি

ও ফুলে আছে গন্ধটা ছড়িয়ে যেমন

অন্তরে আছো তুমি জড়িয়ে তেমন

তুমি ছাড়া এ জীবনে বল আছে কি

দেহ থেকে প্রাণ গেলে কেউ বাঁচে কি

তুমি আমি দুই জন

এক প্রাণ এক মন

তুমি আমি দুইজন,এক প্রাণ এক মন

সাজাবো প্রেমের এ বাগানটা

তুমি আমার জানের জানটা

তুমি আমার জানের জানটা

ভালো লাগলে গানটিতে অবশ্যই

লাইক দিয়ে আমার সঙ্গেই থাকবেন

ভালোবাসি ভালোবাসি সারা দিন রাত

ভালোবেসে তোমাকেই বাড়িয়েছিহাত

সাজানো এ স্বর্গ টা এমনি থাকুক

এখানেই খুঁজে পাই সবটুকু সুখ

ও ভালোবাসি ভালোবাসি সারাদিন রাত

ভালোবেসে তোমাকেই বাড়িয়েছিহাত

সাজানো এ স্বর্গ টা এমনি থাকুক

এখাননেই খুঁজে পাই সবটুকু সুখ

যতোক্ষণ নিঃশ্বাস

ততোক্ষণ বিশ্বাস

যতোক্ষণ নিঃশ্বাস ততোক্ষণ বিশ্বাস

থাকবে তোমার পিছুটান টা

তুমি আমার জানের জানটা

তুমি আমার জানের জানটা

তুমি পাশে থাকলে

চোখে চোখ রাখলে

এই বুকে খুঁজে পাই় প্রাণটা

তুমি আমার জানের জানটা

তুমি আমার জানের জানটা

((ধন্যবাদ সবাইকে))

المزيد من Imran Mahmudul

عرض الجميعlogo

قد يعجبك