huatong
huatong
avatar

Bhule Thakar Katha

Indranil Senhuatong
Al_Farhan_Farhanhuatong
الكلمات
التسجيلات
ভুলে থাকার, কথা ছিল

তোমারি, আমার তো নয়ই।

কথা রাখার কথা ছিল,

তোমারি, আমার তো নয়ই।

ভুলে থাকার কথা ছিল,

তোমারি, আমার তো নয়ই।

কথা রাখার কথা ছিল,

তোমারি, আমার তো নয়ই।

সোনা নদীর ,কোনাতে ঐ,

কূল ছাপানো ,লহর এলে

একা তুমি ,আঁকবে কিছু,

পূর্ণ চাঁদের প্রহর এলে।

ছবি আঁকার ,কথা ছিল,

তোমারি ,আমার তো নয়ই।

কথা রাখার কথা ছিল

তোমারি,আমার তো নয়ই..

কথা ছিল ,ভালবাসায়,

আসবো আমি~ মালা দিতে

তুমি শুধু ,ডাকবে আমায়

অবহেলার জ্বালা দিতে

চাঁপা বনের ,কাঁপা হাওয়া

আরও কিছু সরল হলে

অভিমানের ,যত সূধা

গরি হাসে গরল হলে

হাসি ঢাকার, কথা ছিল,

তোমারি, আমার তো নয়ই।

কথা রাখার ,কথা ছিল,

তোমারি ,আমার তো নই।

ভুলে থাকার কথা ছিল,

তোমারি, আমার তো নই...

المزيد من Indranil Sen

عرض الجميعlogo

قد يعجبك

Bhule Thakar Katha لـ Indranil Sen - الكلمات والمقاطع