huatong
huatong
avatar

তোর মতই আমি একটা বন্ধু..

Jeet Gangulyhuatong
nashabaihuatong
الكلمات
التسجيلات
তোর মতই

আমি একটা বন্ধু চাই

যার ইচ্ছে বানাবে স্বপ্নের, রংমহল

তোর মতই

আমি একটা বন্ধু চাই

তুই অল্প হলেও আমার, সঙ্গে চল..

ঐ তোর নামে,

হ্যা তোর নামে

দেখ তোর নামেই..

এ সময় থামে..

আরো নতুন নতুন গান পেতে হলে

ভয়ে ভয়ে

মন ফেলছে পা..

ফেলে আসা, রাস্তাতে..

ভিজে ভিজে

কেন চোখ জোড়া

ভুলিয়ে দে..,ভুলিয়ে দে

কথা দিলাম

তোকে একলা না রাখার

হবো ছায়াদের মতো সঙ্গী ,আমি তোর

তোর মতই

আমি একটা বন্ধু চাই

তুই চাইলে নামাবো রাত ,আর চাইলে ভোর

তুই ভরসা দে

তুই আয় সাথে

তোর জন্যে দেখ ,

দিন পাল্টেছে

ধন্যবাদ সবাইকে

المزيد من Jeet Ganguly

عرض الجميعlogo

قد يعجبك