huatong
huatong
jeet-gannguli--cover-image

না বলা কথা গুলো আজ বলে দিতে চাই

Jeet Ganngulihuatong
pkrp2004huatong
الكلمات
التسجيلات
শোন বলি তোমায়

না বলা কথা গুলো আজ বলে দিতে চাই

বল কি বলতে চাও

সারাটি জীবন ধরে শুনে যেতে চাই

ভাল বাসি আমি যে তোমায়

এই কথাটাই ছিল শুধু বলার

ভাল বাসি আমি ও তোমায়

সব কথা কি মুখে বলে দিতে হয়

আকাশের ওই নীল্ ঠিকানায়

মেঘেরা সাদা ডানা চড়ায়

ওদেরই সেই ভালবাসায়

এই মনে আজ পেয়েছে ঠাঁই

জড়াবো আধরে তোমাকে অনুভবে

আকাশের চেয়ে বেশী

তোমাকেই ভালবাসি...

ভাল বাসি আমি যে তোমায়

এই কথাটাই ছিল শুধু বলার

ভাল বাসি আমি ও তোমায়

সব কথা কি মুখে বলে দিতে হয়

সাত সাগর আর তের নদী

পার হয়ে তুমি আসতে যদি

রুপকথা'র রাজকুমার হয়ে

আমায় তুমি ভালবাসতে যদি

ভালবাসি তোমায় পুরনো অনুভবে

এই মনেরই জগতে

রাজকুমারী তুমি...

ভাল বাসি আমি যে তোমায়

এই কথাটাই ছিল শুধু বলার

ভাল বাসি আমি ও তোমায়

সব কথা কি মুখে বলে দিতে হয়

শোন বলি তোমায়

না বলা কথা গুলো আজ বলে দিতে চাই

বল কি বলতে চাও

সারাটি জীবন ধরে শুনে যেতে চাই

ভাল বাসি আমি যে তোমায়

এই কথাটাই ছিল শুধু বলার

ভাল বাসি আমি ও তোমায়

সব কথা কি মুখে বলে দিতে হয়

المزيد من Jeet Gannguli

عرض الجميعlogo

قد يعجبك