logo

Amader Shimanay Kokhono // Bulbul@ATB

logo
avatar
Jewel/Bappalogo
✿BULBUL𖠇Aᵇᵃᶰᵍˡᵃᵈᵉˢʰlogo
الغناء في التطبيق
الكلمات
আমাদের সীমানায়

কখনো কোন দিন

দেইনি প্রাচীর

হুম জানি রাত নেমে এলে

অতন্দ্র প্রহরী হবে

ভোরের শিশির

জেনে রেখো বাংলাদেশ মানে

শুধু পাঁচটি বর্ণ নয়

এখানে ব বললেই বকুলের বৃষ্টি হয়...

হো ও ও হো ও ও

আমাদের সীমানায়

কখনো কোন দিন

দেইনি প্রাচীর

জানি রাত নেমে এলে

অতন্দ্র প্রহরী হবে

ভোরের শিশির

***************************

***************************

আমাদের মাটিতে

সময় বুঝে ওঠে না রোঁদ

আ আ আ আ আ

সাগরের ভাঙ্গা গড়ায়

হারায় না কখনো নীল স্রোত

এখানে কৈশোরেই

শেষ হয় জলের শপথ

রোদেলা আকাশে জুড়ায় হৃদয়

জেনে রেখো বাংলাদেশ মানে

শুধু পাঁচটি বর্ণ নয়

এখানে ব বললেই বকুলের বৃষ্টি হয়...

হো ও ও হো ও ও

আমাদের সীমানায়

কখনো কোন দিন

দেইনি প্রাচীর

জানি রাত নেমে এলে

অতন্দ্র প্রহরী হবে

ভোরের শিশির

***************************

***************************

ধন্যবাদ

Amader Shimanay Kokhono // Bulbul@ATB لـ Jewel/Bappa - الكلمات والمقاطع