huatong
huatong
jhinuk--cover-image

আমি যাচ্ছি বাবা

Jhinukhuatong
rchlkfmnhuatong
الكلمات
التسجيلات
আমি যাচ্ছি বাবা

আমি যাচ্ছি

আমি যাচ্ছি বাবা

আমি যাচ্ছি

চোখ মুছে মুখ তুলো

স্নেহের বাধন খোলো

চোখ মুছে মুখ তুলো

স্নেহের বাধন খোলো

এবার তোমায় দিতে যে হয়

যাবার অনুমতি

বাবা খেয়াল রেখো

তুমি তোমার প্রতি

বাবা খেয়াল রেখো

তুমি তোমার প্রতি

কপি করা থেকে বিরত থাকুন

স্মুল এর পরিবেশ সুন্দর রাখুন

গানটি যদি ভালো লাগে লাইক করবেন

প্লিজ কেউ ডিস'লাইক করবেন না।

আদর সোহাগ দিয়েই যদি

করলে আমায় বড়

কেনো তবে এমন করে

কন্যা কে পর করো

এই যদি গো নিয়ম নীতি

এই সমাজের বিধান

হাসি মুখে করো বাবা

কন্যা সম্প্রদান

তবে কেনো কান্না চোখে

এ কোন অনুভূতি

বাবা খেয়াল রেখো

তুমি তোমার প্রতি

বাবা খেয়াল রেখো

তুমি..তোমার প্রতি

কপি করা থেকে বিরত থাকুন

স্মুল এর পরিবেশ সুন্দর রাখুন

গানটি যদি ভালো লাগে লাইক করবেন

প্লিজ কেউ ডিস'লাইক করবেন না।

অফিসে যাবার সময় যখন

থাকবো না আর আমি

চশমা নিতে ঔষুধ খেতে

ভুলো নাগো তুমি

বুক যে আমার যাচ্ছে ভেঙ্গে

মন মানেনা মানা

কেমন করে থাকবো ছেড়ে

নেই যে আমার জানা

ঐ যে আমার মা দাড়িয়ে

দেহে তে নাই প্রাণ

যেনো বুকটা চিরে যাচ্ছে নিয়ে

কেউ কলিজা খান

তুমি ও তো মেয়ে মাগো

জানই পরিনতি

ও মা খেয়াল রেখো

তুমি বাবার প্রতি

মাগো খেয়াল রেখো

তুমি..বাবার প্রতি

আমি যাচ্ছি বাবা

আমি যাচ্ছি

আমি যাচ্ছি বাবা

আমি যাচ্ছি

চোখ মুছে মুখ তুলো

স্নেহের বাধন খোলো

চোখ মুছে মুখ তুলো

স্নেহের বাধন খোলো

এবার তোমায় দিতে যে হয়

যাবার অনুমতি

বাবা খেয়াল রেখো

তুমি তোমার প্রতি

বাবা খেয়াল রেখো

তুমি তোমার প্রতি

হাই প্রিয় বন্ধুরা

যে কোন সাহায্যের জন্য

ফেসবুকে এস এম এস করতে পারেন

ধন্যবাদ সবাইকে",,

المزيد من Jhinuk

عرض الجميعlogo

قد يعجبك