huatong
huatong
avatar

Jhore Jaoa Patari Moton

Jisan Khan Shuvohuatong
reilly1940huatong
الكلمات
التسجيلات
ঝরে যাওয়া পাতারই মতন

ঝরে গেছি আজ আমি,

কেন ভালোবাসোনি? আমায়

হারিয়ে কোথায়? তুমি?

ঝরে যাওয়া পাতারই মতন

ঝরে গেছি আজ আমি,

কেন ভালোবাসোনি? আমায়

হারিয়ে কোথায় ?তুমি?

একলা পথের পথিক হয়ে?

হেটে চলেছি একা?

আকাশ?️ পানে শুধু তাকিয়ে? থাকি,

খুঁজে পাই না তোমার দেখা?।

একলা পথের পথিক হয়ে?

হেটে চলেছি একা?

আকাশ ?️পানে শুধু তাকিয়ে থাকি?,

খুঁজে পাই না তোমার দেখা?।

ঝরে যাওয়া পাতারই মতন

ঝরে গেছি আজ আমি,

কেন ভালোবাসোনি ?আমায়

হারিয়ে কোথায়? তুমি?

ঝরে যাওয়া পাতারই মতন

ঝরে গেছি আজ আমি,

কেন ভালোবাসোনি ?আমায়

হারিয়ে কোথায়? তুমি?

জানি না কি অভিমানে?

আমায় ফেলে গেলে?,

আমার যত স্বপ্ন ছিলো ?

এভাবে ভেঙে? দিলে।

জানি না কি অভিমানে?

আমায় ফেলে গেলে?,

আমার যত স্বপ্ন ছিলো ?

এভাবে ভেঙে? দিলে।

ঝরে যাওয়া পাতারই মতন

ঝরে গেছি আজ আমি,

কেন ভালোবাসোনি ?আমায়

হারিয়ে কোথায়? তুমি?

ঝরে যাওয়া পাতারই মতন

ঝরে গেছি আজ আমি,

কেন ভালোবাসোনি ?আমায়

হারিয়ে কোথায় ?তুমি?

المزيد من Jisan Khan Shuvo

عرض الجميعlogo

قد يعجبك

Jhore Jaoa Patari Moton لـ Jisan Khan Shuvo - الكلمات والمقاطع