huatong
huatong
الكلمات
التسجيلات
আর না আর না, এখানে আর না,

আয় রে সকলে চলিয়া যাই।

ধনুক বাণ ফেলেছে রাজা,

এখানে কেমনে থাকব ভাই!

চল্ চল্ চল্ এখনি যাই।

তোর দশা, রাজা, ভালো তো নয়,

রক্তপাতে পাস রে ভয়,

লাজে মোরা মরে যাই।

পাখিটি মারিলে কাঁদিয়া খুন,

না জানি কে তোরে করিল গুণ,

হেন কভু দেখি নাই।

المزيد من Joy Bhattacharya/Avik Mukherjee

عرض الجميعlogo

قد يعجبك