
Bikol Pakhir Gaan
শঙ্খচিলের এই আকাশে
ছন্নছাড়া ঝির বাতাসে
শেষ বিকেলের ক্লান্ত রণে
আবছা নীলের আহ্বানে
একটা অবুঝ মনের ডানা
নিখোঁজ হলো অভিমানে
স্বপ্নগুলো রং হারালো
একটা বিকল পাখির গানে
শঙ্খচিলের এই আকাশে
ছন্নছাড়া ঝির বাতাসে
বর্ণ হারায় সবুজ পাতা
অবুঝ চোখের জলের দাগে
উই কেটে যায় খেরো খাতা
সন্ধ্যা নামে শ্রাবণ মেঘে
বর্ণ হারায় সবুজ পাতা
অবুঝ চোখের জলের দাগে
উই কেটে যায় খেরো খাতা
সন্ধ্যা নামে শ্রাবণ মেঘে
একটা অবুঝ মনের ডানা
নিখোঁজ হলো অভিমানে
স্বপ্নগুলো রং হারালো
একটা বিকল পাখির গানে
শঙ্খচিলের এই আকাশে
ছন্নছাড়া ঝির বাতাসে
ও, সম্ভাবনার সূর্যসকাল
আবার যদি পেতাম ফিরে
মন দহনের এমন দিনে
বেঁচে থাকার অনেক ঋণে
সম্ভাবনার সূর্যসকাল
আবার যদি পেতাম ফিরে
মন দহনের এমন দিনে
বেঁচে থাকার অনেক ঋণে
একটা অবুঝ মনের ডানা
নিখোঁজ হলো অভিমানে
স্বপ্নগুলো রং হারালো
একটা বিকল পাখির গানে
শঙ্খচিলের এই আকাশে
ছন্নছাড়া ঝির বাতাসে
Bikol Pakhir Gaan لـ Joy Shahriar - الكلمات والمقاطع