huatong
huatong
avatar

Tomake Bhalobashi

Joy Shahriarhuatong
rollergirlle3huatong
الكلمات
التسجيلات
তোমাকে ভালোবাসি, বলিনি কোনোদিন

তবুও ভালোবাসি তোমাকেই প্রতিদিন

তোমাকে ভালোবাসি, বলিনি কোনোদিন

তবুও ভালোবাসি তোমাকেই প্রতিদিন

তোমার জন্য এ মন কেমন কেমন

কেন জানি করে যে সারাক্ষণ

তোমার জন্য জমছে অসীম

ভালোবাসার ঋণ

তোমাকে ভালোবাসি, বলিনি কোনোদিন

তবুও ভালোবাসি তোমাকেই প্রতিদিন

তোমার জন্য স্বপ্ন কুড়াই

উড়াই জোছনা

তুমি আমার মন-গহীনে

ভালোবাসার দ্যোতনা

তোমার জন্য এ মন কেমন কেমন

কেন জানি করে যে সারাক্ষণ

তোমার জন্য জমছে অসীম

ভালোবাসার ঋণ

তোমাকে ভালোবাসি, বলিনি কোনোদিন

তবুও ভালোবাসি তোমাকেই প্রতিদিন

তোমাকে ভালোবাসি, বলিনি কোনোদিন

তবুও ভালোবাসি তোমাকেই প্রতিদিন

তোমাকে ভালোবাসি, বলিনি কোনোদিন

তবুও ভালোবাসি তোমাকেই প্রতিদিন

তোমার জন্য এ মন কেমন কেমন

কেন জানি করে যে সারাক্ষণ

তোমার জন্য জমছে অসীম

ভালোবাসার ঋণ

তোমাকে ভালোবাসি, বলিনি কোনোদিন

তবুও ভালোবাসি তোমাকেই প্রতিদিন

المزيد من Joy Shahriar

عرض الجميعlogo

قد يعجبك