Rabin from Haldia
না -রে -না -রে, না রে না রে না রে
না রে না রে না রে না রে না রে না,,,
বোঝেনা সে বোঝে না
সেতো আজও বোঝে না
বোঝেনা সে বোঝে না
সেতো আজও বোঝে না
কাদেঁ মনের কথা, প্রেম কি শুধু ব্যথা
উত্তর আজও মেলেনা,
মেলেনা, মেলেনা, মেলেনা…
বোঝেনা সে বোঝে না।
Rabin from Haldia
এ বুকে এত প্রেম, তার চোখে ঘৃণা,
চায় না শুনতে সে এ বুকের কান্না
আমি চোখের বালি, কি করে তাকে বলি
এ বুকে কি বেদনা।
বোঝেনা সে বোঝে না
সেতো আজও বোঝে না,
বোঝেনা সে বোঝে না,
সেতো আজও বোঝে না
কাদেঁ মনের কথা, প্রেম কি শুধু ব্যথা
উত্তর আজও মেলেনা,
মেলেনা, মেলেনা, মেলেনা…
বোঝেনা সে বোঝে না।
বোঝেনা সে বোঝে না।
রু রু রু রু রু.. ও ও ..ওওওও
পৃথিবী এক দিকে, একদিকে আমি
আজ আমার রক্তে মিশে গেছো তুমি
নাই বা হল দেখা, দেখব একা একা
স্বপ্নে নেই সীমানা।
বোঝেনা সে বোঝে না,
সেতো আজও বোঝে না
বোঝেনা সে বোঝে না,
সেতো আজও বোঝে না
কাদেঁ মনের কথা, প্রেম কি শুধু ব্যথা
উত্তর আজও মেলেনা,
মেলেনা, মেলেনা, মেলেনা…
বোঝেনা সে বোঝে না।
ধুম তানা নানা.. ধুম তানা নানা..
ধুম তানা নানা..ধুম তানা নানা..
ধুম তানা নানা..
ধুম তানা নানা.. ধুম তানা নানা..
ধুম তানা নানা..ধুম তানা নানা..
ধুম তানা নানা.. ধুম তানা নানা..
ধুম তানা নানা..ধুম তানা নানা.
.ধুম তানা নানা.. ধুম তানা নানা..
ধুম তানা নানা..ধুম তানা নানা..
না রে না,,,,