huatong
huatong
avatar

বাউলা কে বানাইলোরে

Kamruzzaman rabbihuatong
Hamid___🆆🅴huatong
الكلمات
التسجيلات
বাউলা কে বানাইলোরে

কথা ও সুর: হাসন রাজা

বানাইলো বানাইলো বাউলা

তার নাম হয় যে মাউলা..

বানাইলো বানাইলো বাউলা

তার নাম হয় যে মাউলা

দেখিয়া তার রুপের ঝলক

দেখিয়া তার রুপের ঝলক

হাসন রাজা হইলো আউলা

কে বানাইলো রে?…

হাসন রাজা রে বাউলা

কে বানাইলো রে?

বাউলা কে বানাইলো রে?…

হাসন রাজা রে বাউলা

কে বানাইলো রে?

বাউলা কে বানাইলো রে?…

হাসন রাজা রে বাউলা

কে বানাইলো রে?

হাসন রাজা হইসে পাগল

প্রান বন্ধের কারনে….

হাসন রাজা হইসে পাগল

প্রান বন্ধের কারনে

বন্ধু বিনে হাসন রাজায়

বন্ধু বিনে হাসন রাজায়

অন্য নাহি পানে

বাউলা কে বানাইলো রে?..

হাসন রাজা রে বাউলা

কে বানাইলো রে?

বাউলা কে বানাইলো রে?…

হাসন রাজা রে বাউলা

কে বানাইলো রে?…

====Hamid_??

হাসন রাজায় গাইসে গান

হাতে তালি দিয়া…

হাসন রাজায় গাইসে গান

হাতে তালি দিয়া

সাক্ষাতে দাঁড়াইয়া শুনে

সাক্ষাতে দাঁড়াইয়া শুনে

হাসন রাজার পিয়া

বাউলা কে বানাইলো রে?…

হাসন রাজা রে বাউলা

কে বানাইলো রে?

বাউলা কে বানাইলো রে?…

হাসন রাজা রে বাউলা

কে বানাইলো রে?

বাউলা কে বানাইলো রে?

হাসন রাজা রে বাউলা

কে বানাইলো রে?…

المزيد من Kamruzzaman rabbi

عرض الجميعlogo

قد يعجبك