huatong
huatong
avatar

সানাইটা আজ বলছে কি

Kanak Chapahuatong
montague6huatong
الكلمات
التسجيلات
গানঃ সানাইটা আজ বলছে কি

শিল্পীঃ কুমার শানু ও অলকা ইয়াগনিক

ছেলেঃ সানাই টা আজ বলছে কি

আমি জানি সেই কথা

রাত জেগে কেউ শুনছে কি

আমি শুধু শুনছি তা

কি করে বলি এই প্রাণ চায় যা

আজ মধু রাত আমার ফুলসজ্জা

আজ মধু রাত আমার ফুলসজ্জা

আজ মধু রাত আমার ফুলসজ্জা

আজ মধু রাত আমার ফুলসজ্জা

মেয়েঃ সানাই টা আজ বলছে কি

আমি জানি সেই কথা

রাত জেগে কেউ শুনছে কি

আমি শুধু শুনছি তা

কি করে বলি এই প্রাণ চায় যা

আজ মধু রাত আমার ফুলসজ্জা

আজ মধু রাত আমার ফুলসজ্জা

আজ মধু রাত আমার ফুলসজ্জা

আজ মধু রাত আমার ফুলসজ্জা

ছেলেঃ এই বাসর ঘর ফুলে সাজানো

আর জলছে দু প্রীতির সু গন্ধে

এই বাসর ঘর ফুলে সাজানো

আর জলছে দু প্রীতির সু গন্ধে

ওই পালঙ্কে বসেছো যে তুমি

এক প্রতিমার ভঙ্গি আর ছন্দে

ওই গুমটা ফেলে দাও এই হাতটা ধরো না

হায় রাত বাকি নেই আর,কিছু গল্প করো না

এই রাত ভোর হলে ফিরে পাবে না

আজ মধু রাত আমার ফুলসজ্জা

আজ মধু রাত আমার ফুলসজ্জা

আজ মধু রাত আমার ফুলসজ্জা

আজ মধু রাত আমার ফুলসজ্জা

মেয়েঃ এই একটি রাত জাগবো বলে

হায় কত রাত করেছি প্রতিক্ষা

এই একটি রাত জাগবো বলে

হায় কত রাত করেছি প্রতিক্ষা

আজ সব কিছু দিলাম তোমায়

দাও আমাকে ভালবাসায় ভিক্ষা

কোন সাত পাকে তে নয়

কোন মন্ত্র বুঝি না

যদি মনটা পাই তোমার

কিছু আর তো খুঁজি না

প্রাণে প্রাণে বাধা রাখি খুলা যাবে না

আজ মধু রাত আমার ফুলসজ্জা

আজ মধু রাত আমার ফুলসজ্জা

আজ মধু রাত আমার ফুলসজ্জা

আজ মধু রাত আমার ফুলসজ্জা

ছেলেঃ সানাই টা আজ বলছে কি

আমি জানি সেই কথা

মেয়েঃ রাত জেগে কেউ শুনছে কি

আমি শুধু শুনছি তা

ছেলেঃ কি করে বলি এই প্রাণ চায় যা

মেয়েঃ আজ মধু রাত আমার ফুলসজ্জা

ছেলেঃ আজ মধু রাত আমার ফুলসজ্জা

মেয়েঃ আজ মধু রাত আমার ফুলসজ্জা

ছেলেঃ আজ মধু রাত আমার ফুলসজ্জা

المزيد من Kanak Chapa

عرض الجميعlogo

قد يعجبك