huatong
huatong
kanak-chapa-akasher-oi-miti-miti-tara-cover-image

Akasher Oi Miti Miti Tara

Kanak Chapahuatong
ShymoonKhan_ABShuatong
الكلمات
التسجيلات
আকাশের ঐ মিটিমিটি তাঁরার সাথে কইবো কথা

নাইবা তুমি এলে

আকাশের ঐ মিটিমিটি তাঁরার সাথে কইবো কথা

নাইবা তুমি এলে

তোমার স্মৃতির পরশ ভরা

অশ্রু দিয়ে গাথবো মালা

নাইবা তুমি এলে

আকাশের ঐ মিটিমিটি তাঁরার সাথে কইবো কথা

নাইবা তুমি এলে

সেই শেফালীরও সনে চুপি চুপি কথা

মন বাতায়নে সুরের জাল গাথা

আধো লাজে আধো ভয়ে...

আধো লাজে আধো ভয়ে

আমি কিছু বলিনি তো

তুমি কিছু জান নি তো

না বলা না জানার ব্যাথা

রয়ে গেল মনে মনে

জীবনের এই নিভে যাওয়া

প্রদীপটুকু নাইবা জ্বলে

নাইবা তুমি এলে

যদি মনে পড়ে

ভুলে যেও ওগো সবই চিরতরে

আমার গোপন ব্যাথা

আমার গোপন ব্যাথা

তুমি কভু জেনো নাকো

আমায় কভু চেয়ো নাকো

না জানা না চাওয়ার কথা

মুছে যাবে কোন ক্ষণে

সমাধির পরে মোর ঝরা বকুল মালা নাইবা দিলে

নাইবা তুমি এলে

তোমার স্মৃতির পরশ ভরা

অশ্রু দিয়ে গাথবো মালা

নাইবা তুমি এলে

আকাশের ঐ মিটিমিটি তাঁরার সাথে কইবো কথা

নাইবা তুমি এলে

আকাশের ঐ মিটিমিটি তাঁরার সাথে কইবো কথা

নাইবা তুমি এলে

المزيد من Kanak Chapa

عرض الجميعlogo

قد يعجبك