huatong
huatong
keshab-deyaar-kadas-na--cover-image

হয়তো কোনদিন তুই চাইবি আমাকে

Keshab Dey/Aar Kadas Nahuatong
⚔⃟🇧🇩𝐄𝐌𝐎𝐍_𝐑𝐁🇧🇩࿐huatong
الكلمات
التسجيلات

Choice By Modhu RB

কতো আবেগ দিয়ে ইচ্ছে গুলো

তোর সাথে সাথে ছিলাম

তোর বলা সব মিথ্যে গুলো সত্যি ভেবে এগিয়ে ছিলাম

কতো আবেগ দিয়ে ইচ্ছে গুলো

তোর সাথে সাথেরে ছিলাম

তোর বলা সব মিথ্যে গুলো সত্যি ভেবে এগিয়ে ছিলাম

তাই বুঝি কি করলি এমন ব্যাথা দিলি শেষে

তোর মতো কে দারুন করে মিথ্যে ভালবাসে

তাই বুঝি কি করলি এমন ব্যাথা দিলি শেষে

তোর মতো কে দারুন করে মিথ্যে ভালবাসে..

আমায় কাদাস না আর আদাস নারে তুই

তোর সৃতি ছাড়া নেইরে আর কিছুই

আমায় কাদাস না আর আদাস নারে তুই

তোর সৃতি ছাড়া নেইরে আর কিছুই

ওরে প্রিয়া....আআআ

ওরে প্রিয়া......আ...আ..

ওরে প্রিয়া....আআ

ওরে প্রিয়া....আ...আ...আ.....

Choice By Modhu RB

হয়তো কোনদিন তুই চাইবি আমাকে

সে দিনও তুই অন্য কারো আমি আকাশে

তারার মতো জ্বোলবো না হয় জোনাকি

তবু ওরে তোর মতো হায় দেবোনা ফাকি।

হয়তো কোনদিন তুই চাইবি আমাকে

সে দিনও তুই অন্য কারো আমি আকাশে

তারার মতো জ্বোলবো না হয় জোনাকি

তবু ওরে তোর মতো হায় দেবোনা ফাকি

একদিনও কি ভালবাসা ছিলনা রে মনে

দারুন খেলা খেলে গেলি আমার গোপনে,

আমায় কাদাস না আর আদাস নারে তুই

তোর সৃতি ছাড়া নেইরে আর কিছুই

আমায় কাদাস না আর আদাস নারে তুই

তোর সৃতি ছাড়া নেইরে আর কিছুই

ওরে প্রিয়া....আআআ

ওরে প্রিয়া......আ...আ..

ওরে প্রিয়া....আআ

ওরে প্রিয়া....

المزيد من Keshab Dey/Aar Kadas Na

عرض الجميعlogo

قد يعجبك