huatong
huatong
avatar

সোহাগে আদরে বেঁধেছো

Khalid Hasan Miluhuatong
✯͜͡𝐌𝐎𝐙𝐈𝐁𝐔R✯͜͡♻️🅱🆂🅰♻️huatong
الكلمات
التسجيلات
মেয়েঃ সোহাগে আদরে, বেঁধেছো আমারে

এ বাঁধন যাবে না ছিঁড়ে

জীবনে মরণে, বাঁধা যে দুজনে

এ বাঁধন যাবে না ছিঁড়ে

ছেলেঃ সোহাগে আদরে, বেঁধেছো আমারে

এ বাঁধন যাবে না ছিঁড়ে

জীবনে মরণে, বাঁধা যে দুজনে

এ বাঁধন যাবে না ছিঁড়ে

মেয়েঃ তুমি যদি এই চোখে

একবার রাখো চোখ

মনে হয় পৃথিবীতে

এর চেয়ে নেই সুখ

ছেলেঃ তুমি যদি এই মনে

একবার রাখো মন

ক্ষতি নেই তারপর

হয় যদি মরণ

মেয়েঃ এই প্রেম ভালবাসা

এত সুখ এত আশা

সবই তো তোমাকে ঘিরে

ছেলেঃ সোহাগে আদরে, বেঁধেছো আমারে

এ বাঁধন যাবে না ছিঁড়ে

মেয়েঃ তুমি যদি এই হাতে

একবার রাখো হাত

মিটবে না কখনো

তোমাকে পাওয়ার সাধ

ছেলেঃ তুমি যদি এই বুকে

একবার লেখো নাম

চিরদিনই এক হয়ে

মিশে রবে দুটি প্রাণ

মেয়েঃ এই আলো হাসি গান

হৃদয়ের এত টান

সবই তো তোমাকে ঘিরে

?ছেলেঃ সোহাগে আদরে, বেঁধেছো আমারে

এ বাঁধন যাবে না ছিঁড়ে

মেয়েঃ জীবনে মরণে, বাঁধা যে দুজনে

এ বাঁধন যাবে না ছিঁড়ে

লা লা লা লা লা ..

হু হু হু হু হু..

লা লা লা লা লা ..

المزيد من Khalid Hasan Milu

عرض الجميعlogo

قد يعجبك