huatong
huatong
khalid-hasan-milu-adom-hoilen-bishho-pita-cover-image

Adom Hoilen Bishho Pita

Khalid Hasan Miluhuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛huatong
الكلمات
التسجيلات
ছেলেঃ‌ আদম হইলেন বিশ্ব পিতা

বিবি হাওয়া মাতারে

আদম হইলেন বিশ্ব পিতা

বিবি হাওয়া মাতারে

তারা দু'জন বটও বৃক্ষ

আমরা সবাই পাতারে

তারা দু'জন বটও বৃক্ষ

আমরা সবাই পাতারে

মেয়েঃ আদম হইলেন বিশ্ব পিতা

বিবি হাওয়া মাতারে

তারা দু'জন বটও বৃক্ষ

আমরা সবাই পাতারে

ছেলেঃ গানই আমার জীবন মরণ

গান যে আমার প্রাণ

গানের মাঝেই আল্লাহ্‌ ঈশ্বর

গানই ভগবান

মেয়েঃ গানই আমার জীবন মরণ

গান যে আমার প্রাণ

গানের মাঝেই আল্লাহ্‌ ঈশ্বর

গানই ভগবান

ছেলেঃ ওরে সূরই প্রাণে শান্তি আনে

ভোলাই মনের ব্যাথা রে

ছেলে/মেয়েঃ সূরই প্রাণে শান্তি আনে

ভোলাই মনের ব্যাথা রে

তারা দু'জন বটও বৃক্ষ

আমরা সবাই পাতারে

ছেলেঃ আদম হইলেন বিশ্ব পিতা

বিবি হাওয়া মাতারে

ছেলে/মেয়েঃ আদম হইলেন বিশ্ব পিতা

বিবি হাওয়া মাতারে

তারা দু'জন বটও বৃক্ষ

আমরা সবাই পাতারে

মেয়েঃ আদম হইলেন বিশ্ব পিতা

বিবি হাওয়া মাতারে

তারা দু'জন বটও বৃক্ষ

আমরা সবাই পাতারে

ছেলেঃ আদম হইলেন বিশ্ব পিতা

বিবি হাওয়া মাতারে

তারা দু'জন বটও বৃক্ষ

আমরা সবাই পাতারে

মেয়েঃ ধনী গরীব সবাই মানুষ

রক্ত সবার লাল

তবু কেন ছোট বড়র দ্বন্দ্ব চিরকাল

ছেলেঃ‌ ধনী গরীব সবাই মানুষ

রক্ত সবার লাল

তবু কেন ছোট বড়র দ্বন্দ্ব চিরকাল

মেয়েঃ ওরে মাটি হইল শেষ ঠিকানা

মনে রাইখো কথা রে

ছেলে/মেয়েঃ মাটি হইল শেষ ঠিকানা

মনে রাইখো কথা রে

তারা দু'জন বটও বৃক্ষ

আমরা সবাই পাতারে

মেয়েঃ আদম হইলেন বিশ্ব পিতা

বিবি হাওয়া মাতারে

ছেলেঃ আদম হইলেন বিশ্ব পিতা

বিবি হাওয়া মাতারে

ছেলে/মেয়েঃ তারা দু'জন বটও বৃক্ষ

আমরা সবাই পাতারে

তারা দু'জন বটও বৃক্ষ

আমরা সবাই পাতারে

المزيد من Khalid Hasan Milu

عرض الجميعlogo

قد يعجبك