huatong
huatong
khan-asifur-rahman-agun-prithibite-sukh-bole-jodi-kichu-cover-image

Prithibite Sukh Bole Jodi Kichu

Khan Asifur Rahman Agunhuatong
alleemyhkahuatong
الكلمات
التسجيلات
আ হা হা হা

অ হো হো হো

আ আ আ আ

পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে

তার নাম ভালোবাসা তার নাম প্রেম

জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোন সুখ থাকে

তার নাম ভালোবাসা তার নাম প্রেম

পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই

সেখানেই তোমাকে পাই খোঁজে পাই

পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই

সেখানেই তোমাকে পাই খোঁজে পাই

পাশাপাশি থাকবো

বুকে ধরে রাখবো

হৃদয়ের দাম দিয়ে হৃদয় নিলেম

তার নাম ভালোবাসা তার নাম প্রেম

এ জীবন সংসার বড় মধুময়

যদি গো সেখানে ভালোবাসা রয়

এ জীবন সংসার বড় মধুময়

যদি গো সেখানে ভালোবাসা রয়

ভালোবেসে বাঁচবো

ভালোবেসে মরবো

যার বিনিময়ে আমি তোমাকে পেলাম

তার নাম ভালোবাসা তার নাম প্রেম

পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে

তার নাম ভালোবাসা তার নাম প্রেম

জ্বলে পুড়ে মরার মাঝে

যদি কোন সুখ থাকে

তার নাম ভালোবাসা তার নাম প্রেম

المزيد من Khan Asifur Rahman Agun

عرض الجميعlogo

قد يعجبك