huatong
huatong
avatar

Muslim Hoile Kafone By Monir Khan

Khoka Babohuatong
🌸KHOKA🏌BABO🌸🇲.🇲.🇸huatong
الكلمات
التسجيلات
খ্রিস্টান হইলে কফিনে

মুসলিম হইলে কাফনে

হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই..........

ও মানব গৈরব করার নাইরে কিছু নাই

ও মানব গৈরব করার নাইরে কিছু নাই

খ্রিস্টান হইলে কফিনে

মুসলিম হইলে কাফনে

হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই

ও মানব গৈরব করার নাইরে কিছু নাই

ও মানব দুই দিনের এই দুনিয়াতে

গৌরব করার নাইরে কিছু নাই

যতই সাজাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন

সাড়ে তিন হাত মাটির বিছনা হইবো রে আসন

ও তোর হইবো রে আসন

ওও যতই সাজাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন

সাড়ে তিন হাত মাটির বিছনা হইবো রে আসন

ও তোর হইবো রে আসন

সকাল যদি হইতে পারে.....এ......

সকাল যদি হইতে পারে সন্ধ্যাও আসবে ভাই

ও মানব গৈরব করার নাইরে কিছু নাই

ও মানব দুই দিনের এই দুনিয়াতে

গৌরব করার নাইরে কিছু নাই

সময় তো আর নাইরে বেশি দমের খেলা শেষ

যেতে হবে সেই ঠিকানায় যেথায় আপন দেশ

ও তোর যেথায় আপন দেশ

ওও সময় তো আর নাইরে বেশি দমের খেলা শেষ

যেতে হবে সেই ঠিকানায় যেথায় আপন দেশ

ও তোর যেথায় আপন দেশ

মানব তোমার থাকতে সময়.........

মানব তোমার থাকতে সময় হিসেব করো তাই

ও মানব গৈরব করার নাইরে কিছু নাই

ও মানব দুই দিনের এই দুনিয়াতে

গৌরব করার নাইরে কিছু নাই

খ্রিস্টান হইলে কফিনে

মুসলিম হইলে কাফনে

হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই......

ও মানব গৈরব করার নাইরে কিছু নাই

ও মানব দুই দিনের এই দুনিয়াতে

গৌরব করার নাইরে কিছু নাই....

المزيد من Khoka Babo

عرض الجميعlogo

قد يعجبك