huatong
huatong
khurshid-alom-chumki-choleche-cover-image

Chumki Choleche

Khurshid Alomhuatong
missthang2366huatong
الكلمات
التسجيلات
চুমকি চলেছে একা পথে

সঙ্গী হলে দোষ কি তাতে?

হার মেনেছে দিনের আলো

রাগলে তোমায় লাগে আরও ভালো

চুমকি চলেছে একা পথে

আরে, সঙ্গী হলে দোষ কি তাতে?

হার মেনেছে দিনের আলো

রাগলে তোমায় লাগে আরও ভালো

চুমকি চলেছে একা পথে

মুখেতে গালি, মিঠা মিঠা হেঁয়ালি

যত খুশি গালাগালি করো, লাগে ভালো

মুখেতে গালি, মিঠা মিঠা হেঁয়ালি

যত খুশি গালাগালি করো, লাগে ভালো

আমাকে সাথে নিয়ে চলো না

মিষ্টি করে তুমি বলো না

তোমাকে যে আমি ভালোবাসি

চুমকি চলেছে একা পথে

আরে, সঙ্গী হলে দোষ কি তাতে?

হার মেনেছে দিনের আলো

রাগলে তোমায় লাগে আরও ভালো

চুমকি চলেছে একা পথে

ও টাঙ্গেওয়ালি, হাত করো খালি

চাবুক রেখে আমার হাত ধরো, সেই ভালো

ও টাঙ্গেওয়ালি, হাত করো খালি

চাবুক রেখে আমার হাত ধরো, সেই ভালো

একা একা এই পথে চলো না

আর কারও নজরে পড়ো না

তাহলে যে মরে যাবো আমি

চুমকি চলেছে একা পথে

আরে, সঙ্গী হলে দোষ কি তাতে?

হার মেনেছে দিনের আলো

রাগলে তোমায় লাগে আরও ভালো

চুমকি চলেছে একা পথে

সঙ্গী হলে দোষ কি তাতে?

হার মেনেছে দিনের আলো

রাগলে তোমায় লাগে আরও ভালো

চুমকি চলেছে একা পথে

المزيد من Khurshid Alom

عرض الجميعlogo

قد يعجبك