huatong
huatong
avatar

হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে

Kishore Kumarhuatong
milo1052huatong
الكلمات
التسجيلات

হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে ..

ঝিরি ঝিরি এলে বহিয়া...

হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে ..

ঝিরি ঝিরি এলে বহিয়া...

খুশিতে ভরেছে লগন

আজ উঠে মন ভরিয়া

হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে ..

ঝিরি ঝিরি এলে বহিয়া...

এতোদিন কোথায় ছিলে ..

পথ ভুলে তুমি কি এলে ..

এতোদিন কোথায় ছিলে ..

পথ ভুলে তুমি কি এলে ..

প্রেমের কবিতা তুমি..

সোনালে যে গান গাহিয়া

কুহু কুহু কুহু ডাকে কোয়েলিয়া..

ভালোবাসো যাও বলিয়া

হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে ...

তুমি এলে তাই ফুঁটে ফুল

তুমি এলে তাই ভাঙ্গে ভুল

তুমি এলে তাই ফুঁটে ফুল

তুমি এলে তাই ভাঙ্গে ভুল

মন আজ কিছু মানেনা

হৃদয় সাগর আকুল

তুমি এলে প্রিয়ার বেশে

ভরে দিলে মন আবেশে

দক্ষিনা বাতাস তুমি ...

জুড়ালে দহনো হিয়া..

সুরে সুরে বেঁজে উঠে বাঁশুরিয়া ..

শুনে সব যাই ভুলিয়া

হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে ..

ঝিরি ঝিরি এলে বহিয়া...

খুশিতে ভরেছে লগন...

আজ উঠে মন ভরিয়া

হাওয়া ...

المزيد من Kishore Kumar

عرض الجميعlogo

قد يعجبك