huatong
huatong
avatar

Boro Shad Jage

Konok Chapahuatong
sarah_boilardhuatong
الكلمات
التسجيلات
বড় সাধ জাগে....

একবার তোমায় দেখি..

বড় সাধ জাগে....

একবার তোমায় দেখি..

কতকাল দেখিনি তোমা..য়

একবার তোমায় দেখি..

স্মৃতি..র জানালা খুলে চেয়ে থাকি..

স্মৃতি..র জানালা খুলে চেয়ে থাকি..

চোখ তুলে যতটুকু আলো আসে..

সে আলোয় মন ভরে যা..য়

কতকাল দেখিনি তোমা..য়

একবার তোমায় দেখি..

বড় সাধ জাগে....

একবার তোমায় দেখি..

আমা..র এই অন্ধকারে

কত রাত কেটে গেলো

আমি আঁধারেই রয়ে গেলা..ম

আমা..র এই অন্ধকারে

কত রাত কেটে গেলো

আমি আঁধারেই রয়ে গেলা..ম

তবু ভোরে..র স্বপ্ন থেকে সেই ছবি..

ভোরে..র স্বপ্ন থেকে সেই ছবি..

যাই এঁকে রঙে রঙে সুরে সুরে..

ওরা যদি গান হয়ে যায়..

কতকাল দেখিনি তোমা..য়

একবার তোমায় দেখি

বড় সাধ জাগে....

একবার তোমায় দেখি..

কতকাল দেখিনি তোমা..য়

একবার তোমায় দেখি..

المزيد من Konok Chapa

عرض الجميعlogo

قد يعجبك