আমি তো আগের মত নেই
এই যে এই নতুন পুরোটাই।
দেখলে যাকে হাসলে কেন বলো
আমি হাসলাম ভাল্লেগেছে তাই।
কে জানে, কতগুলো ভোর কেটে যাবে
সেই একটা সকালেই ভেবে
কে জানে যে ছিল, সে কী করে ফেলত
এমন মিথ্যে কথা বুকে চেপে
ভালো হয়েছে সে আর নেই
কাঁচগুলো ধুলো মাখা বেশ -
শীতের রাতে অজুহাতে ভালো লাগে
যে ছিল, ধুর, তার গল্প শেষ।
মনখারাপ আগের মত নেই
তারা বাড়ি গেছে তোমার সাথেই।
পরশু তোমায় দেখব বলে আবার
জানি ফিরব আবার হ্যারিকেন হাতেই।
কে জানে কতগুলো রাত কেটে যাবে
সেই হ্যারিকেনের আলোয় জ্বলে।
কে জানে যে ছিল, সে কী করে ফেলত
এমন মোমবাতিতেই গলে
ভালো হয়েছে সে আর নেই
কাঁচগুলো ধুলো মাখা বেশ
শীতের রাতে অজুহাতে ভালো লাগে
যে ছিল, ধুর, তার গল্প শেষ।