huatong
huatong
kumar-sanu-tomay-ektu-na-dekhle-aar-ami-thakte-parina-cover-image

Tomay Ektu Na Dekhle Aar Ami Thakte Parina

Kumar Sanuhuatong
phillipworkmanhuatong
الكلمات
التسجيلات
তোমায় একটু না দেখলে আর

আমি থাকতে পারিনা

মন পাগল পাগল হয়

ধরে রাখতে পারিনা

তোমায় একটু না দেখলে আর

আমি থাকতে পারিনা

মন পাগল পাগল হয়

ধরে রাখতে পারিনা

তবে কি তোমার •প্রেমেতে পরেছি

তবে কি তোমার •প্রেমেতে পরেছি

তোমার একটু বিরহ আর

আমি সইতে পারিনা

প্রাণ করে শুধু আনচান

ঘরে রইতে পারিনা

তবে কি তোমার প্রেমেতে পরেছি

তবে কি তোমার •প্রেমেতে পরেছি

তোমার একটু না দেখলে আর

আমি থাকতে পারিনা

মন পাগল পাগল হয়

ধরে রাখতে পারিনা •

মাঝ রাতে ঘুম থেকে উঠি জেগে

স্বপনে তোমারি যেন ছোঁওয়া লেগে

হো তোমারি ছবিটা দেখে বলি যে কথা

বলনা তুমি কি শুনতে পাও তা

বুকতে কোকিল ডাকে শ্রাবণতে

ভেসে যাই খুশিরেই সেই প্রলবনে তে

এক প্রলবনে তে •

কিজে ইচ্ছে করে তখন

লাজে কইতে পারিনা

কিজে ইচ্ছে করে তখন

লাজে কইতে পারিনা

তোমায় একটু না দেখলে আর

আমি থাকতে পারিনা •

তবে কি তোমার •প্রেমেতে পরেছি

তবে কি তোমার •প্রেমেতে পরেছি

তোমায় একটু না দেখলে আর

আমি থাকতে পারিনা •

মন পাগল পাগল হয়

ধরে রাখতে পারিনা •

পুবে যেতে পশ্চিমে যাই যে চলে

হূঁশতো থাকেনা কে আমায় কি বলে

শহেলিরা হাঁসে কেন আমাকে দেখে

কন সুখে মোরে আছি বোঝাবো কাকে

দিন •দিন প্রতিদিন বারে নেশা

সবি যেন তুমি আর তোমাতে মেশা

তোমাতে মেশা

আমায় দেখে সবাই বোঝে

কিছু ঢাকতে পারিনা

তোমায় একটু না দেখলে আর

আমি থাকতে পারিনা

মন পাগল পাগল হয়

ধরে রাখতে পারিনা

তবে কি তোমার প্রেমেতে পরেছি

তবে কি তোমার প্রেমেতে পরেছি

তোমার একটু বিরহ আর •

আমি সইতে পারিনা •

প্রাণ করে শুধু আনচান

ঘরে রইতে পারিনা

তবে কি তোমার প্রেমেতে পরেছি

তবে কি তোমার প্রেমেতে পরেছি

তবে কি তোমার প্রেমেতে পরেছি

তবে কি তোমার প্রেমেতে পরেছি

المزيد من Kumar Sanu

عرض الجميعlogo

قد يعجبك