huatong
huatong
avatar

Shams's Collection-Shadhinota tomake niye, Requested by SHIPU

Lucky Akhandhuatong
🎼🆂🅷🅰🅼🆂-🅷🅰🆀🆄🅴🎼♦️𝙍𝙀𝘿huatong
الكلمات
التسجيلات
স্বাধীনতা তোমাকে নিয়ে গানতো লিখেছি

বাণীঃ কাওসার আহমেদ চৌধুরী

সুরঃ লাকী আখন্দ

Specially requested from Shipu Bhai

**********************

লা লা লা......লা লা

0:25-স্বাধীনতা তোমাকে নিয়ে গানতো লিখেছি

শতব্যাথা ভুলে তোমাকে মনে রেখেছি।

স্বাধীনতা তোমাকে নিয়ে গানতো লিখেছি

শতব্যাথা ভুলে তোমাকে মনে রেখেছি।

আ হা আ আ...লা লা

1:11-যুগ-যুগান্তে.... দেশ-দেশান্তে....

তুমি এসেছ-----হা আ

যুগ-যুগান্তে.... দেশ-দেশান্তে....

তুমি এসেছ-----হা আ

1:37-কত দুখে আখি জলে-জলে আমি মুক্তি খুঁজেছি

চিরদিনই এই তো আমি চাই...

স্বাধীনতা তোমাকে নিয়ে গানতো লিখেছি

শতব্যাথা ভুলে তোমাকে মনে রেখেছি।

আ হা আ আ...লা লা

2:41-প্রাণ সীমান্তে.... নিজ অজান্তে.......

তুমি জেগেছো... হা আ

প্রাণ সীমান্তে.... নিজ অজান্তে....

তুমি জেগেছো....হা আ

3:07-বড় প্রেমের বাহুডোরে তোমাকেই বন্দী করেছি

এর'চে সুখ তো আর নাই ।

3:20-স্বাধীনতা তোমাকে নিয়ে গানতো লিখেছি

শতব্যাথা ভুলে তোমাকে মনে রেখেছি।

স্বাধীনতা তোমাকে নিয়ে গানতো লিখেছি

শতব্যাথা ভুলে তোমাকে মনে রেখেছি।

লা লা লা......লা রা লা লা.. তা রা রা

المزيد من Lucky Akhand

عرض الجميعlogo

قد يعجبك

Shams's Collection-Shadhinota tomake niye, Requested by SHIPU لـ Lucky Akhand - الكلمات والمقاطع