huatong
huatong
avatar

Mon Bole Tui Shon

mahdi sultanhuatong
Danger-zonehuatong
الكلمات
التسجيلات
গান রেকর্ড করার সময় হেডফোন সাউন্ড একটু

কমিয়ে নিবেন।

ছেলেঃ} আমার মন বলে তুই শোন।

ওরে কাছে চলে আয়।

রাতদিন এক করে সে থাকে বসে তোরই, পাহাড়ায়।

আমার মন বলে তুই শোন।

ওরে কাছে চলে আয়।

রাতদিন এক করে সে থাকে বসে তোরই, পাহাড়ায়।

আঁকে তোরই শুধু ছবি মন হয়ে গেছে কবি।

ডাকে তোরে চুপিসারে, গোপন ইশারায়।

আমার মন বলে তুই শোন।

ওরে কাছে চলে আয়।

রাতদিন এক করে সে থাকে বসে তোরই, পাহাড়ায়।

ছেলেঃ} হুম- হারালো এ মন, জানিনা কখন।

চারিদিকে লাগে শুধু ধোঁয়াশা এখন।

তুই তুই করে, জাগি রাত ভোরে।

কেনো কি কারনে, হলো রে এমন।

আঁকে তোরই শুধু ছবি মন হয়ে গেছে কবি।

মেয়েঃ} ডাকে তোরে চুপিসারে, গোপন ইশারায়।

আমার মন বলে তুই শোন।

ওরে কাছে চলে আয়।

রাত দিন এক করে সে থাকে বসে তোরই, পাহাড়ায়।

মেয়েঃ} ইচ্ছেরা ডানা মেলে, মনেরই আকাশে।

নীল খামে প্রেম সাজে, রঙিনা বাতাসে।

এলোমেলো স্বপ্নরা, তোকে ঘিরে বাঁচে।

তুই ছাড়া এ জীবনে, আর কে আছে?

আঁকে তোরই শুধু ছবি মন হয়ে গেছে কবি।

ছেলেঃ} ডাকে তোরে চুপিসারে, গোপন ইশারায়।

আমার মন বলে তুই শোন।

ওরে কাছে চলে আয়।

রাতদিন এক করে সে থাকে বসে তোরই, পাহাড়ায়।

মেয়েঃ} আমার মন বলে তুই শোন।

ওরে কাছে চলে আয়।

রাত দিন এক করে সে থাকে বসে তোরই, পাহাড়ায়।

ছেলেঃ} আঁকে তোরই শুধু ছবি মন হয়ে গেছে কবি।

দুজনেঃ} ডাকে তোরে চুপিসারে, গোপন ইশারায়।

المزيد من mahdi sultan

عرض الجميعlogo

قد يعجبك