এখন তো সময়, ভালোবাসার,
এ দুটি হৃদয়, কাছে আসার
তুমি যে একা, আমিও যে একা
লাগে যে ভালো
ও প্রিয়...
ও প্রিয়...
এখন তো সময়, ভালোবাসার,
এ দুটি হৃদয়, কাছে আসার
তুমি যে একা, আমিও যে একা
লাগে যে ভালো
ও প্রিয়...
ও প্রিয়...
পেয়েছি, তোমাকে এতোদিনে,
যেওনা, সরে গো অভিমানে
হো ... পেয়েছি, তোমাকে এতোদিনে,
যেওনা, সরে গো অভিমানে
আমি তোমারই....ও বুকে নাও ঠেনে
এখন তো সময় ভালোবাসার,
এ দুটি হৃদয় কাছে আসার
তুমি যে একা, আমিও যে একা
লাগে যে ভালো
ও প্রিয়...
ও প্রিয়...
কি ছোঁয়া, আমাকে দিলে তুমি ,
রাতদিন, তোমাকে ভাবি আমি
হো ... কি ছোঁয়া, আমাকে দিলে তুমি
রাতদিন, তোমাকে ভাবি আমি
কেন বোঝো না, প্রেমের ও পাগলামী
হো ...এখন তো সময় ভালোবাসার
এ দুটি হৃদয় কাছে আসার
তুমি যে একা, আমিও যে একা
লাগে যে ভালো,
ও প্রিয়...
ও প্রিয়...
ধন্যবাদ