huatong
huatong
avatar

Buker Ba Pashe

Mahtim Sakibhuatong
SheikhJayedhuatong
الكلمات
التسجيلات
নাটক টি দেখার আমন্ত্রন রইল

স্মৃতির জোনাকি ছাড়া কিছু নেই

বুকের বাঁ পাশে

আমার দুঃখ বাড়ে,

যেকোনো ঋতুর পাল্টে যাওয়া বাতাসে

আলতো গায়ে মাখি, যতনে তুলে রাখি

তোমার লেখা যত চিঠি আসে

জানলা খুলে রাখি, আসলে সবই ফাঁকি

তোমার নামে তবু আলো আসে

স্মৃতির জোনাকি ছাড়া কিছু নেই

বুকের বা পাশে

المزيد من Mahtim Sakib

عرض الجميعlogo

قد يعجبك