huatong
huatong
avatar

Rup Dekhaiya Korla Pagol

Mamunhuatong
forestgrmex2015huatong
الكلمات
التسجيلات
রূপ দেখাইয়া করলা পাগল

ওগো রূপের মাইয়া

চাঁদের রূপও হার মানায় তোমারে দেখিয়া

কন্যা, তোমারে দেখিয়া

অমন কথা আর কইয়ো না

লাজে যাই মরিয়া

মনপ্রাণ দিয়াছি আমি তোমারে সঁপিয়া

বন্ধু, তোমারে সঁপিয়া

রূপ দেখাইয়া করলা পাগল

ওগো রূপের মাইয়া

চাঁদের রূপও হার মানায় তোমারে দেখিয়া

কন্যা, তোমারে দেখিয়া

অমন কথা আর কইয়ো না

লাজে যাই মরিয়া

মনপ্রাণ দিয়াছি আমি তোমারে সঁপিয়া

বন্ধু, তোমারে সঁপিয়া

ভালোবাসার রং লাগিল অন্তরে আমার

চোখ বুজিলেই দেখি শুধু মুখখানি তোমার

ভালোবাসার গান ধরিল প্রাণপাখি আমার

মন-যমুনায় আনলা তুমি প্রেমেরই জোয়ার

ভালোবাসার রং লাগিল অন্তরে আমার

চোখ বুজিলেই দেখি শুধু মুখখানি তোমার

ভালোবাসার গান ধরিল প্রাণপাখি আমার

মন-যমুনায় আনলা তুমি প্রেমেরই জোয়ার

এ জীবন ধন্য হইল তোমার কাছে আসিয়া

এ জীবন ধন্য হইল তোমার কাছে আসিয়া

শোনো গো বন্ধু আমার প্রাণ রসিয়া

রূপ দেখাইয়া করলা পাগল

ওগো রূপের মাইয়া

চাঁদের রূপও হার মানায়

তোমারে দেখিয়া কন্যা, তোমারে দেখিয়া

অমন কথা আর কইয়ো না

লাজে যাই মরিয়া

মনপ্রাণ দিয়াছি আমি তোমারে সঁপিয়া

বন্ধু, তোমারে সঁপিয়া

তুমি বিনে এই ভূবনে কে আছে আপন?

তাই তোমারে সঁইপা দিলাম আমারই জীবন

এই মনেতে লাগল দোলা কী যেন মায়ায়

তুমি সখি মিশে আছ সারা কল্পনায়

তুমি বিনে এই ভূবনে কে আছে আপন

তাই তোমারে সঁইপা দিলাম আমারই জীবন

এই মনেতে লাগল দোলা কী যেন মায়ায়

তুমি সখি মিশে আছ সারা কল্পনায়

এ জীবন ধন্য হইল তোমার কাছে আসিয়া

এ জীবন ধন্য হইল তোমার কাছে আসিয়া

শোনো গো বন্ধু আমার প্রাণ রসিয়া

রূপ দেখাইয়া করলা পাগল

ওগো রূপের মাইয়া

চাঁদের রূপও হার মানায়

তোমারে দেখিয়া কন্যা, তোমারে দেখিয়া

অমন কথা আর কইয়ো না

লাজে যাই মরিয়া

মনপ্রাণ দিয়াছি আমি তোমারে সঁপিয়া

বন্ধু, তোমারে সঁপিয়া

রূপ দেখাইয়া করলা পাগল

ওগো রূপের মাইয়া

চাঁদের রূপও হার মানায়

তোমারে দেখিয়া কন্যা, তোমারে দেখিয়া

অমন কথা আর কইয়ো না

লাজে যাই মরিয়া

মনপ্রাণ দিয়াছি আমি তোমারে সঁপিয়া

বন্ধু, তোমারে সঁপিয়া

المزيد من Mamun

عرض الجميعlogo

قد يعجبك