huatong
huatong
megh95-charpoka-band-megh95-dokkhina-batash-cover-image

MeGh95_ Dokkhina Batash - দক্ষিনা বাতাস

MeGh95_/CHARPOKA BANDhuatong
🌧️_MeGh95_🌧️huatong
الكلمات
التسجيلات
..........................

MeGh95_

দক্ষিনা বাতাস বইছে সবার ঘরে

অলস আলো জেগেছে আধারে

মেঘের আরালে ঢেকেছে জোছনা

অপ্রিয় দু-চোখ ঘরেছে মোহনা

স্বপ্নে ধরেছি যারে হলোনা তারে পাওয়া

এত ভালবেসেছি যারে

মোনাজাতে তারে চাওয়া

কি করে ভূলে যাব

যারে যা উরে যা পাখি ফেরাবোনা আর

ভালোই প্রতিদান দিলি ভালবাসার

যারে যা উরে যা পাখি ফেরাবোনা আর

যত আরালেই রাখিস বল তুই আমার

..........................

MeGh95_

কতদিন দেখিনা তরে

তোর দুটি হাত ধরে

তোর অভাব মেটাবো কি করে

কে জালবে আলো আমার ঘরে

মিথ্যে মায়ার সুতোয় গেঁথেছি কত আশা

জিতে গেলি তুই হেরে গেলো ভালবাসা

কি করে ভূলে গেলি

যারে যা উরে যা পাখি ফেরাবোনা আর

ভালোই প্রতিদান দিলি ভালবাসার

যারে যা উরে যা পাখি ফেরাবোনা আর

যত আরালেই রাখিস বল তুই আমার

..........................

MeGh95_

হবেনা কখনো চোখ রেখে চোখে

তোর সাথে কথা

মুখে দে পোশা নাম রিদয় থেকে

বোঝেনি যে বুকের ব্যাথা

জানি তোর আর হবেনা ফেরা

এ বুকের পোরা বাড়ি

যারে যা উরে যা পাখি ফেরাবোনা আর

ভালোই প্রতিদান দিলি ভালবাসার

যারে যা উরে যা পাখি ফেরাবোনা আর

যত আরালেই রাখিস বল তুই আমার

..Thank you..

المزيد من MeGh95_/CHARPOKA BAND

عرض الجميعlogo

قد يعجبك