●☁●Uploaded By●☁●
●☁●@MeGh95_●☁●
M-একবার যদি তুমি ছুঁয়ে দেখো আমায়
একবার যদি তুমি ভালোবাসো আমায়
F-একবার যদি তুমি ছুঁয়ে দেখো আমায়
একবার যদি তুমি ভালোবাসো আমায়
M-রাখবো যতনে মনেরি উঠোনে
হৃদয়ের সাথে বাঁধবো ভালবাসার বাঁধনে।
F-রাখবো যতনে মনেরি উঠোনে
হৃদয়ের সাথে বাঁধবো ভালবাসার বাঁধনে।
●☁●Uploaded By●☁●
●☁●@MeGh95_●☁●
M-ভুলগুলো সব ফুল হবে
থাকো যদি আমার পাশে
স্বপ্নেরা সব উড়বে আকাশে
যদি রাখো আমায় পাশে।
F-ভুলগুলো সব ফুল হবে
থাকো যদি আমার পাশে
স্বপ্নেরা সব উড়বে আকাশে
যদি রাখো আমায় পাশে।
M-রাখবো যতনে মনেরি উঠোনে
হৃদয়ের সাথে বাঁধবো ভালবাসার বাঁধনে।
F-রাখবো যতনে মনেরি উঠোনে
হৃদয়ের সাথে বাঁধবো ভালবাসার বাঁধনে।
●☁●Uploaded By●☁●
●☁●@MeGh95_●☁●
F-একটু একটু করে চাওয়া
তোমাকে কাছে পাওয়া
সবই ছিল ভালোলাগা
ভালোবাসারি ছোঁয়া।
M-একটু একটু করে চাওয়া
তোমাকে কাছে পাওয়া
সবই ছিল ভালোলাগা
ভালোবাসারি ছোঁয়া।
F-রাখবো যতনে মনেরি উঠোনে
হৃদয়ের সাথে বাঁধবো ভালবাসার বাঁধনে।
M-রাখবো যতনে মনেরি উঠোনে
হৃদয়ের সাথে বাঁধবো ভালবাসার বাঁধনে।
M+F-রাখবো যতনে মনেরি উঠোনে
হৃদয়ের সাথে বাঁধবো ভালবাসার বাঁধনে।
..Thank you..