huatong
huatong
avatar

na bola phul

Meghdolhuatong
mkorol1218huatong
الكلمات
التسجيلات
না বলা ফুল ফুটবেই

গভীর গোপন বিষাদে

না বলা পাখি গাইবে

গভীর গোপন বিষাদে

আলোর গন্ধে মাতাল

হাওয়ায় হাওয়ায়

আলোর গন্ধে মাতাল

না বলা ফুল ফুটবেই

গভীর গোপন বিষাদে

না বলা পাখি গাইবে

গভীর গোপন বিষাদে

আলোর গন্ধে মাতাল

হাওয়ায় হাওয়ায়

আলোর গন্ধে মাতাল

পথে বিপথে ধ্রুব দৈবাৎ

স্মৃতির বিষাদ ফুল হয়ে ফুটবে

পথে বিপথে ধ্রুব দৈবাৎ

স্মৃতির বিষাদ ফুল হয়ে ফুটবে

আলোর গন্ধে মাতাল

হাওয়ায় হাওয়ায়

আলোর গন্ধে মাতাল

না বলা কথার দোষে

অহেতুক অজুহাতে

না বলা কথার দোষে

অহেতুক অজুহাতে

আলো অন্ধকারে তোমাকে খুঁজবে

আলোর গন্ধে মাতাল

হাওয়ায় হাওয়ায়

না বলা ফুল ফুটবেই

গভীর গোপন বিষাদে

না বলা পাখি গাইবে

গভীর গোপন বিষাদে

আলোর গন্ধে মাতাল

হাওয়ায় হাওয়ায়

আলোর গন্ধে মাতাল

হাওয়ায় হাওয়ায়

আলোর গন্ধে মাতাল

হাওয়ায় হাওয়ায়

আলোর গন্ধে মাতাল

المزيد من Meghdol

عرض الجميعlogo

قد يعجبك