নামিছে অঝর শ্রাবণ ধারা 
চেয়ে আছি আমি চেয়ে আছি বৃষ্টিতে 
জলভরা তৃষ্টিতে 
বলেছিলে যদি মন কাঁদে 
যেন চলে আসি আমি চলে আসি 
এক বরষায় 
কাঁদিছে আমার মন শ্রাবণের অঝর ধারায় 
তুমি যে আছো কোথায় কোন ঠিকানায় 
কোন শ্যামল ছায় 
পাবো কি আমি তোমায়? 
চেয়ে আছি আমি চেয়ে আছি বৃষ্টিতে 
জলভরা তৃষ্টিতে 
বলেছিলে তুমি যদিও তখন 
আকাশ থাকবে বৈরী 
কদমগুচ্ছ হাতে নিয়ে তুমি তৈরি 
এখনও উতলা আকাশে বিজলীরা ঝলকায় 
কদমগুচ্ছ হাতে কি তুমি আমারই প্রতীক্ষায় 
আমারই মন ভরাতে এক বরষায় 
বলেছিলে তুমি কদমগুচ্ছ খোঁপায় জড়াইতে 
জলভরা মাঠে নাচিবে আমায় নিয়ে 
একটু পরে নামিবে আঁধার 
বেলাও ফুরিয়ে যাবে 
সত্যি কি তুমি আমার নৃত্যের সাথী হবে? 
এই বরষায় আমার সাথে রবে 
কোমল শ্যামল ছায় 
পাবো কি আমি তোমায়? 
কোমল শ্যামল ছায় 
পাবো কি আমি তোমায়?