huatong
huatong
mekhla-dasgupta-kotobaro-vebechinu-cover-image

Kotobaro Vebechinu

Mekhla Dasguptahuatong
mmehu007huatong
الكلمات
التسجيلات
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া

তোমার চরণে দিব হৃদয় খুলিয়া

চরণে ধরিয়া তব কহিব প্রকাশি

গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি

ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা

কেমনে তোমারে কব প্রণয়ের কথা

ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি

চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকী

কেহ জানিবে না মোর গভীর প্রণয়

কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়

আপনি আজিকে যবে শুধাইছ আসি

আপনি আজিকে যবে শুধাইছ আসি

কেমনে প্রকাশি কব কত ভালোবাসি

কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া

কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া

المزيد من Mekhla Dasgupta

عرض الجميعlogo

قد يعجبك