huatong
huatong
avatar

এক ঝাক পাখি উড়ে আকাশে

melody music worldhuatong
papalbaldwinhuatong
الكلمات
التسجيلات
মেয়েঃ এক ঝাঁক পাখি উড়ে আকাশে

মৈয়ূরী ফুলের ঘ্রান বাতাসে

এক ঝাঁক পাখি উড়ে আকাশে

মৈয়ূরী ফুলের ঘ্রান বাতাসে

চল দুজনে আজ হারিয়ে যাই

পৃথিবীর শেষ প্রান্তে.............

যেখানে তুমি আর আমি ছাড়া

আর কেউ নাই

যেখানে তুমি আর আমি ছাড়া

আর কেউ নাই

ছেলেঃ এক ঝাঁক পাখি উড়ে আকাশে

মৈয়ূরী ফুলের ঘ্রান বাতাসে

চল দুজনে আজ হারিয়ে যাই

পৃথিবীর শেষ প্রান্তে.............

যেখানে তুমি আর আমি ছাড়া

আর কেউ নাই

যেখানে তুমি আর আমি ছাড়া

আর কেউ নাই

ছেলেঃ ফুলের টানে প্রজাপতি যেমনি ছুটে যায়

আমার এ মন তেমনি করে তোমায় পেতে চায়

মেয়েঃ ফুলের টানে প্রজাপতি যেমনি ছুটে যায়

আমার এ মন তেমনি করে তোমায় পেতে চায়

ছেলেঃ ঐ দূর নীল দিগন্তে,

সবার চোখের অজান্তে

ভালোবেসে যাই.........……

মেয়েঃ যেখানে তুমি আর আমি ছাড়া

আর কেউ নাই

যেখানে তুমি আর আমি ছাড়া

আর কেউ নাই

ছেলেঃ ইচ্ছে করে হাজার বছর তোমায় ভালোবাসি

বারে বারে তাই তো আমি তোমার কাছে আসি

মেয়েঃ ইচ্ছে করে হাজার বছর তোমায় ভালোবাসি

বারে বারে তাই তো আমি তোমার কাছে আসি

ছেলেঃ সাত সাগর তের নদী,

দুজনেই নীরবধি

পাড়ি দিতে চাই..........

মেয়েঃ যেখানে তুমি আর আমি ছাড়া

আর কেউ নাই

যেখানে তুমি আর আমি ছাড়া

আর কেউ নাই

المزيد من melody music world

عرض الجميعlogo

قد يعجبك