huatong
huatong
milon-shokhi-valobasha-kare-koy-remix-cover-image

Shokhi Valobasha Kare Koy (Remix)

Milonhuatong
forhad99huatong
الكلمات
التسجيلات
বল তুমি আর কত দিন

রবে দূরে আমায় ছেড়ে

মনে মনে কল্পনাতে

আসো কেন বারে বারে

কেন একা ফেলে চলে গেলে

দুঃখ দিয়ে না ফেরার দেশে

এরই নাম কি ভালোবাসা

সখী ভালোবাসা কারে কই

সখী ভালোবাসা কারে কই

হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি

এ ব্যথা প্রাণে নাহি সয়

সখী ভালোবাসা কারে কই

সখী ভালোবাসা কারে কই

হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি

এ ব্যথা প্রাণে নাহি সয়

সখী তুমি কেন ওগো কেন বোঝনা

তুমি হীনা একাকি সময় কাটে না

এই বুকে আছে যত ভালোবাসা

তোমায় নিয়ে বেঁধে ছিল স্বপ্নের বাসা

তুমি যে আমার মনেরই প্রথম শেষ আশা

মন আজো পথ চেয়ে রয়

তুমি আসবে বলেছে হৃদয়

কেন অভিমান করে চলে গেলে তুমি

এ ব্যথা প্রাণে নাহি সয়

সখী ভালোবাসা কারে কই

সখী ভালোবাসা কারে কই

হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি

এ ব্যথা প্রাণে নাহি সয়

এখনো তোমার আশায়

পথ চেয়ে থাকি

কেন তুমি স্বপ্নে এসে দাও মিছে ফাঁকি

এই বুকে আছে যত ভালোবাসা

তোমায় নিয়ে বেঁধে ছিল স্বপ্নের বাসা

তুমিযে আমার মনেরই প্রথম শেষ আশা

মন আজও পথ চেয়ে রয়

তুমি আসবে বলেছে হৃদয়

কেন অভিমান করে চলে গেলে তুমি

এ ব্যথা প্রাণে নাহি সয়

সখী ভালোবাসা কারে কই

সখী ভালোবাসা কারে কই

হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি

এ ব্যথা প্রাণে নাহি সয়

সখী ভালোবাসা কারে কই

সখী ভালোবাসা কারে কই

হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি

এ ব্যথা প্রাণে নাহি সয়

المزيد من Milon

عرض الجميعlogo

قد يعجبك