huatong
huatong
milusabina-yasmin--cover-image

কোথায় স্বর্গ আর কোথায় নরক

Milu/Sabina Yasminhuatong
🌈H.M.শরীয়তুল্লাহ🌈🇧🇩huatong
الكلمات
التسجيلات
কোথায় স্বর্গ আর কোথায় নরক...

মেয়েঃ- কোথায় স্বর্গ আর কোথায় নরক,

খুঁজি না খুঁজি না

তুমি ছাড়া কিছু বুঝি না বুঝি না

আমি,তুমি ছাড়া কিছু বুঝি না বুঝি না....

ছেলেঃ- কোথায় চন্দ্র আর কোথায় তারা,

খুঁজি না খুঁজি না

তুমি ছাড়া কিছু বুঝি না বুঝি না

আমি,তুমি ছাড়া কিছু বুঝি না বুঝি না....

ছেলেঃ- জীবনে যতো আশা,

বাসনা ছি'লো

তোমাকে পেয়ে সবই পাওয়া যে  হ'লো...

মেয়েঃ- হৃদয়ে যতো কথা,

গোপনে ছি'লো

তোমারি কাছে ওগো বলা  হ'লো

চিরো চেনা...,

চিরো জানা...

চিরো দিন..ই

পাশে থা'কো না;

চোখেরি কাজল হয়ে থাকো না থাকো না

তুমি, চোখেরি কাজল হয়ে থাকো না থাকো না...

ছেলেঃ- কোথায় চন্দ্র আর কোথায় তারা,

খুঁজি না খুঁজি না

ছেলে+মেয়েঃ- তুমি ছাড়া কিছু বুঝি না বুঝি না

আমি,তুমি ছাড়া কিছু বুঝি না বুঝি না....

মেয়েঃ- তুমি যে স্বামী আমার,

যখনি ভাবি

মনে হয় পেয়ে গেছি সারা পৃথিবী

তোমারি হাসি টুকু,

যখনি দেখি

মনে হয় সবার চেয়ে আমি সুখী

চিরো চেনা...,

চিরো জানা...

চিরো দিন..ই

পাশে থা'কো না;

প্রাণেরই আপন হয়ে থাকো না থাকো না

তুমি,প্রাণেরই আপন হয়ে থাকো না থাকো না...

কোথায় স্বর্গ আর কোথায় নরক

খুঁজি না খুঁজি না

তুমি ছাড়া কিছু বুঝি না বুঝি না

আমি,তুমি ছাড়া কিছু বুঝি না বুঝি না....

কোথায় চন্দ্র আর কোথায় তারা

খুঁজি না খুঁজি না

তুমি ছাড়া কিছু বুঝি না বুঝি না

আমি,তুমি ছাড়া কিছু বুঝি না বুঝি না....

المزيد من Milu/Sabina Yasmin

عرض الجميعlogo

قد يعجبك